30 Para 16 Page

30 Para 16 Page – নূরানী হাফেজী কোরআন শরীফ

(6 وَالْأَرْضِ وَمَا طَحَاهَا

শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,

By the Earth and its (wide) expanse:

(7 وَنَفْسٍ وَمَا سَوَّاهَا

শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,

By the Soul, and the proportion and order given to it;

(8 فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا

অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,

And its enlightenment as to its wrong and its right;

(9 قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا

যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।

Truly he succeeds that purifies it,

(10 وَقَدْ خَابَ مَن دَسَّاهَا

এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।

And he fails that corrupts it!

(11 كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا

সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।

The Thamud (people) rejected (their prophet) through their inordinate wrong-doing,

(12 إِذِ انبَعَثَ أَشْقَاهَا

যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।

Behold, the most wicked man among them was deputed (for impiety).

(13 فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا

অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।

But the Messenger of Allah said to them: “It is a She-camel of Allah. And (bar her not from) having her drink!”

(14 فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا

অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।

Then they rejected him (as a false prophet), and they hamstrung her. So their Lord, on account of their crime, obliterated their traces and made them equal (in destruction, high and low)!

(15 وَلَا يَخَافُ عُقْبَاهَا

আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।

And for Him is no fear of its consequences.

 

 

92) সূরা আল লায়ল – Surah Al-Lail (মক্কায় অবতীর্ণ – Ayah 21)

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

. (1 وَاللَّيْلِ إِذَا يَغْشَى

শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,

By the Night as it conceals (the light);

(2 وَالنَّهَارِ إِذَا تَجَلَّى

শপথ দিনের, যখন সে আলোকিত হয়

By the Day as it appears in glory;

(3 وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَى

এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,

By (the mystery of) the creation of male and female;

(4 إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى

নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।

Verily, (the ends) ye strive for are diverse.

(5 فَأَمَّا مَن أَعْطَى وَاتَّقَى

অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,

So he who gives (in charity) and fears ((Allah)),

(6 وَصَدَّقَ بِالْحُسْنَى

এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,

And (in all sincerity) testifies to the best,

(7 فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى

আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

We will indeed make smooth for him the path to Bliss.

(8 وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَى

আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়

But he who is a greedy miser and thinks himself self-sufficient,

(9 وَكَذَّبَ بِالْحُسْنَى

এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,

And gives the lie to the best,

(10 فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى

আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

We will indeed make smooth for him the path to Misery;

(11 وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى

যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।

Nor will his wealth profit him when he falls headlong (into the Pit).

(12 إِنَّ عَلَيْنَا لَلْهُدَى

আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।

Verily We take upon Ourselves to guide,

(13 وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى

আর আমি মালিক ইহকালের ও পরকালের।

And verily unto Us (belong) the End and the Beginning.

(14 فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّى

অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

Therefore do I warn you of a Fire blazing fiercely;

(15 لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى

এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,

None shall reach it but those most unfortunate ones

(16 الَّذِي كَذَّبَ وَتَوَلَّى

যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

Who give the lie to Truth and turn their backs.

(17 وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى

এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,

But those most devoted to Allah shall be removed far from it,

(18 الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى

যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।

Those who spend their wealth for increase in self-purification,

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )

IDC Partner