30 Para 17 Page

30 Para 17 Page – নূরানী হাফেজী কোরআন শরীফ

(19 وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَى

এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।

And have in their minds no favor from anyone for which a reward is expected in return,

(20 إِلَّا ابْتِغَاء وَجْهِ رَبِّهِ الْأَعْلَى

তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।

But only the desire to seek for the Countenance of their Lord Most High;

(21 وَلَسَوْفَ يَرْضَى

সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।

And soon will they attain (complete) satisfaction.

 

93) সূরা আদ্ব-দ্বোহা – Surah Adh-Dhuha (মক্কায় অবতীর্ণ – Ayah 11)

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

(1 وَالضُّحَى

শপথ পূর্বাহ্নের

, By the Glorious Morning Light,

 

(2 وَاللَّيْلِ إِذَا سَجَى

শপথ রাত্রির যখন তা গভীর হয়,

And by the Night when it is still,-

 

(3 مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى

আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।

Thy Guardian-Lord hath not forsaken thee, nor is He displeased.

 

(4 وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى

আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।

And verily the Hereafter will be better for thee than the present.

 

(5 وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى

আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।

And soon will thy Guardian-Lord give thee (that wherewith) thou shalt be well-pleased.

 

(6 أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى

তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।

Did He not find thee an orphan and give thee shelter (and care)?

 

(7 وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى

তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।

And He found thee wandering, and He gave thee guidance.

 

(8 وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى

তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।

And He found thee in need, and made thee independent.

 

(9 فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ

সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;

Therefore, treat not the orphan with harshness,

 

(10 وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ

সওয়ালকারীকে ধমক দেবেন না।

Nor repulse the petitioner (unheard);

 

(11 وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ

এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন

। But the bounty of the Lord – rehearse and proclaim!

 

94) সূরা আল ইনশিরাহ – Surah Al-Sharh (মক্কায় অবতীর্ণ – Ayah 8)

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

(1 أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ

আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?

Have We not expanded thee thy breast?-

 

(2 وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ

আমি লাঘব করেছি আপনার বোঝা,

And removed from thee thy burden

 

(3 الَّذِي أَنقَضَ ظَهْرَكَ

যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।

The which did gall thy back?-

 

(4 وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ

আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।

And raised high the esteem (in which) thou (art held)?

 

(5 فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

So, verily, with every difficulty, there is relief:

 

(6 إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

Verily, with every difficulty there is relief.

 

(7 فَإِذَا فَرَغْتَ فَانصَبْ অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।

Therefore, when thou art free (from thine immediate task), still labor hard,

 

(8 وَإِلَى رَبِّكَ فَارْغَبْ

এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।

And to thy Lord turn (all) thy attention.

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )

IDC Partner