আসুন সবাই বিনয়ী হই / Be-Humble

 

Be-Humble

 

 

আসুন সবাই বিনয়ী হই / Be-Humble

গতকাল লিংকডইনে বড় একটি গ্রুপ অব কোম্পানির একজন ডিরেক্টরকে ইনবক্সে সালাম দিয়ে একটি প্রশ্ন করেছিলাম, স্যার ফ্রেশারদের নিয়োগের ক্ষেত্রে আপনাদের কোম্পানির এত অনিহা কেন? .. তিনি আমাকে রিপ্লাই দিয়েছেন, Why did you send me text? Did I permit You? আমি বললাম স্যার, টেক্সট করার জন্য পারমিশন নিতে হলেও আপনাকে একটা টেক্সট করতে হবে। সেটার পারমিশন কিভাবে নেবো? তিনি উত্তর না দিয়ে আমাকে ব্লক করলেন। একজন ডিরেক্টরের বিহেভিয়ার দেখে আমি অবাক। আমার কাছে মনে হলো, বাংলাদেশে উনার চাইতে বড় আর কেউ নাই। 😑

 

 

একটা গল্প বলি; অমিতাভ বচ্চনের ক্যারিয়ার যখন তুঙ্গে, তখন একদিন তিনি বিমান ভ্রমন করছিলেন। অমিতাভ বচ্চন বলেন… আমার পাশের যাত্রী ছিলো সাধারণ শার্ট প্যান্ট পরিহিত একজন মধ্য বয়স্ক ভদ্রলোক। আমার কাছে তাকে সুশিক্ষিত এবং মধ্যবিত্ত ফ্যামিলির কেও মনে হলো। অন্যান্য যাত্রীরা আমাকে দেখছিলো এবং একে অন্যর সাথে আমাকে নিয়ে কথা বলছিলো। কিন্তু আমার পাশের ভদ্রলোক আমাকে নিয়ে ছিলেন একেবারেই নির্বিকার। তিনি পেপার পড়ছিলেন। মাঝে মাঝে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন। কিন্তু আমার প্রতি তার কোন আগ্রহ ছিলোনা। এক সময় স্টুয়ার্ড চা দিয়ে গেলো। তিনি নিরবে চা পান করলেন। আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম এবং তার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। তিনিও বিনীতভাবে হাসলেন এবং বললেন হ্যালো। আমরা টুকটাক কথা বলি এবং তাকে সিনেমা এবং চলচ্চিত্রের বিষয়ে জিজ্ঞাসা করি, ‘আপনি কি চলচ্চিত্র দেখেন?’ লোকটি জবাব দিল, ‘ওঁ, হ্যাঁ, খুব কম। অনেক বছর আগে একটা দেখেছিলাম। ’ আমি বললাম, আমি ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি।

 

 

লোকটি জবাব দিলেন .. “ওহ, তাইনাকি? খুব ভাল। তো কি কাজ করেন সেখানে? আমি বললাম, ‘আমি একজন অভিনেতা’ লোকটি বলল, ‘ওহ, ওয়ান্ডারফুল ! ‘ এবং এটুকুই ছিল আমাদের কথোপকথন; … যখন আমরা অবতরণ করলাম, আমি আমার হাতটি তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, ”আপনার সাথে ভ্রমণ করে অনেক ভালো লাগলো। যাইহোক, আমার নাম অমিতাভ বচ্চন! ’ লোকটি আমার হাত নেড়ে মুচকি হেসে বলল, “আপনাকেও ধন্যবাদ … আপনার সাথে দেখা হয়ে ভাল লাগলো। আমি জে আর ডি টাটা!” (রতন টাটা) এ বিষয়ে অমিতাভ বচ্চন তার আত্মজীবনীতে লিখেন, “আমি সেদিন শিখেছি আপনি নিজেকে যত বড়ই মনে করেন না কেন, আপনার চেয়ে সবসময়ই কোথাও না কোথাও, কেউ না কেউ বড় থাকে” সুতরাং বিনয়ী হোন। আসুন সবাই বিনয়ী হই।  

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )