কেমন হবে বিধর্মীদের সাথে ব্যবহার / Behaviour-With-Non-Muslims ?

 

 

Behaviour-With-Non-Muslims

 

কেমন হবে বিধর্মীদের সাথে ব্যবহার / Behaviour-With-Non-Muslims ?

 

কোন ব্যক্তি বিধর্মী হলেই তার সাথে বাজে ব্যবহার করাটা হালাল হয়ে যায় না। . কুরআন ও সুন্নাহ আমাদের শিক্ষা দেয় সমুন্নত আদবের। কিন্তু আজকালের মুসলমানদের একটা বড় অংশ এতোই আদব-কায়দাবিহীন যে, তারা বিধর্মীদের উদ্দেশ্যে বাজে ব্যবহার করাকে যেন ধর্মীয় কাজ মনে করে নিয়েছে !!! .

 

আল্লাহ’র কাছে আশ্রয় চাই এমন কাজ করা থেকে, যে অনির্দেশিত কাজের ফলে বিধর্মী লোকেরা তাদের মুক্তির পথ ইসলাম থেকে দূরেই সরে যান। . স্ক্রিনশটে দেখছেন একটা কমেন্ট সেকশনের অংশ। কমেন্টটা একজন হিন্দুর। চরমপন্থী মুসলিমদের কথা চিন্তা করে তার নাম মুছে দিয়েছি। . সেখানে মুসলিমরা যে কথাগুলো কমেন্ট হিসেবে লিখেছে, তা দেখে তাদের প্রতি ঘৃণাই আসছে, করুণাও কিছুটা আসছে। কারণ তারা দাওয়াহ’র পরিবর্তে এমন কথা লিখেছে যা পড়ে ইসলাম থেকে হিন্দুদের দূরত্ব বৃদ্ধিই পাবে। . সূরাহ আত-তাওবাহ কি শুধু মুনাফিকদের বিষয়েই শিক্ষা দেয় ? আদবের বিষয়েও তো শিক্ষা দেয়।

সূরাহ আত-তাওবাহ’র ৬ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন – .

 

“আর মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে আশ্রয় দেবে, যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌছে দেবে। এটি এজন্যে যে এরা জ্ঞান রাখে না।”

 

. এটা একটা আদব। এটা একটা আমল। এই আয়াতের উপর তালিবানরা আমল করেছিলেন। এর ফলে বোন ইভন রিডলি ইসলামের সৌন্দর্যময় পথে চলা শুরু করলেন। . বর্তমান মুসলিম ইয়াং জেনারেশন তো সালাহুদ্দিন আইয়ুবির কেবল জিহাদের অংশই দেখে, সালাহুদ্দিন আইয়ুবির আদব-আখলাক দেখে না, তারা এক চোখা হয়ে কিভাবে ইসলামের সৌন্দর্য নিজে বুঝে এরপর অন্যকে বুঝাবে ? গুরাবা হওয়া এতো সহজ না। আই রিপিট, গুরাবা হওয়া এতো সহজ না। . রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুধু জিহাদের অংশটাই নিবেন ? আদব-আখলাকের অংশটা এভয়েড করে যাবেন ? এ বিষয়ে এতো গাফলতি কেন ? .

সুতরাং এটা খুবই স্ট্রং একটা রিমাইন্ডার প্রতিটা মুসলিমের প্রতি – অমুসলিমদেরকে কিভাবে দাওয়াহ করতে হয় বা তাদের সাথে কিভাবে আচরণ করতে হয় তা না জানলে তাদেরকে দাওয়াহ করতে যাবেন না, যদি আপনি এটা না চান যে আপনার বাজে ব্যবহারের কারণে কোন বিধর্মীর এই দ্বীনের প্রতি বিতৃষ্ণা আসুক। . এই পোস্ট যদি কোন অমুসলিম ব্যক্তির কাছে যায়, তবে তার প্রতি এটাই বলতে চাই – আমরা বর্তমান যুগের অধিকাংশ মুসলিমই যথেষ্ট সচেতন মুসলিম না। আমাদের দেখে আপনি ইসলামকে যাচাই করবেন না, যদি ইসলামকে বুঝার ব্যাপারে সৎ থাকেন।

ইসলামকে বুঝতে চাইলে আপনাকে জানতে হবে কুরআনের শিক্ষা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্ভরযোগ্য জীবনী, তার সাথী সাহাবায়ে কিরামগণের জীবনী। তাকিয়ে দেখুন, অসংখ্য লোক ইসলাম গ্রহণ করছে আমাদের মতো নিকৃষ্ট মুসলিম থাকার পরও। কারণ আমাদের মতো নিকৃষ্ট মুসলিম থাকাটা কারো ইসলাম গ্রহণে বাধা হতে পারে না। .

কারো ইসলাম গ্রহণে লাভটা ইসলামের হয়না, লাভ হয় একজন আদম সন্তানের, যিনি কিনা তার ইলাহ’কে চিনতে পেরে তার দিকে ধাবিত হোন। . লাভ হয় মানব সভ্যতার, আল্লাহ’র একজন গোলাম ইসলামে আত্মসমর্পণের মাধ্যমে মানব জাতিকে তাওহীদের দাওয়াত দেওয়ার মতো মহান অবদান রাখার সৌভাগ্য লাভ করেন। .

লাভ হয় এ মানব জাতির এভাবে যে, একজন বড় পাপী কমার মাধ্যমে তাদের হাতের কামাইয়ের পরিমাণ কিছুটা হলেও কমে, কারণ নিশ্চয়ই আল্লাহ’র সাথে অংশীদারিত্ব হলো জঘন্যতম পাপ। আর মানবজাতির জন্য সবচেয়ে বড় জরুরী বিষয় হলো নিজের মহান রবকে চিনে নিয়ে তার রবের পথে চলতে চলতে মৃত্যুর পর রবের কাছে সৎ কর্মশীল হয়ে পৌঁছানো। .

“হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো ?”   (সূরাহ আল-ইনফিতার, ৮২ :

৬) Written By: The Greatest Nation  

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 
 
Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )