Daily Routine

Daily Routine – প্রতিদিন এই 27 টি বিষয় আমাদের মাথায় রাখা উচিত

1. বাড়িতে কোনো প্রাণীর ছবি বা নিজেদের ছবি টাঙিয়ে রাখবেন না। পোশাকের ব্যাপারেও সতর্ক থাকবেন। 2. কাবা শরিফ বা মসজিদে নববীর ছবিওয়ালা জায়নামায ব্যবহার করবেন না (পায়ের নিচে পড়ার কারণে) 3. ইমামকে অনুসরণ করবেন। ইমামের আগে রুকু বা সিজদাহ্ দিবেন না। 4. রাস্তায় চলার সময় জিকির করতে থাকবেন। 5. মানুষকে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। পরিচিত কারো সাথে দেখা হলেই মুসাফা (হ্যান্ডশেক) করবেন। 6. বাসা থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসী পড়বেন। 7. রিক্সাওয়ালা ও গরিবদের সাথে ভালো ব্যবহার করবেন। সাহায্য করতে না পারলেও হাসিমুখে কথা বলবেন। খারাপ ব্যবহার করবেন না। 8. ছেলেরা মেয়েদের সাথে আর মেয়েরা ছেলেদের সাথে মেলামেশা করবেন না। 9. রাস্তায় মানুষের চলাচলে অসুবিধা হয় এমন কিছু দেখলে সরিয়ে ফেলার চেষ্টা করবেন। 10. বাম হাত দিয়ে পানি পান করবেন না এবং অবশ্যই বসে পান করবেন। 11. বিশেষ করে ছেলেদের বলছি, ভাই তোমরা ফেইসবুকে মেয়েদের সাথে কথা বলা বা প্রেম করার আশায় থেকো না। এই সময়টুকু নিজের কাজে লাগাও। অনেক উন্নতি করতে পারবে। 12. আজকের দিনটা আগের দিনের চেয়ে ভালো কাটানোর চেষ্টা করুন। 13. প্রতিদিন নতুন নতুন বিষয় শেখার চেষ্টা করুন। জ্ঞানের পরিধি বাড়াতে থাকুন। 14. কাউকে তুচ্ছজ্ঞান করবেন না। কারো শারীরিক গঠন নিয়ে মন্তব্য করবেন না। হতে পারে ঐ ব্যক্তিই আল্লাহর কাছে আপনার চেয়ে বেশি প্রিয়। 15. আযান শুনলে তার জবাব দেওয়ার চেষ্টা করুন। 16. টাখনুর ওপর কাপড় পড়বেন (ছেলেদের ক্ষেত্রে)। 17. অশ্লীল ভিডিও দেখা থেকে বিরত থাকুন। 18. যেকোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলুন। 19. কোনো কিছুর জন্য মা-বাবার ওপর চাপ সৃষ্টি করবেন না। 20. হঠাৎ করেই রাগ করবেন না। নিজের আয়ত্তে রাখতে শিখুন। সবসময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমানের মতো কাজ করবেন। 21. কারো খারাপ অবস্থা দেখে খুশি হবেন না। কোনো পরিস্থিতিতে অন্যকে নিয়ে হাসাহাসি করবেন না। 22. কাউকে গালি দেবেন না বা মন্দ ভাষায় কথা বলবেন না। 23. সম্ভব হলে প্রতিদিন মানুষকে কিছু দান করুন। 24. গীবত, হিংসা ও অহংকার হতে বেঁচে থাকুন। 25. নিজেকে অন্যের কাছে বড় জাহির করতে যাবেন না। 26. বেশি কথা বলবেন না।অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন। 27. সবাইকে ভালো চোখে দেখবেন। কারো ব্যাপারে না জেনেই মন্তব্য করবেন না। কোনো বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত বলে বেড়াবেন না। সবাইকে ভালোবাসার ও ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল অালা‌মিন আমাদের সকলকে এ কথা গুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।

IDC Partner

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।