dawate-islami-বাংলাদেশে রেজাখানিদের একটি সংগঠনের নাম

দাওয়াতে ইসলামী।

dawate-islami

 

 on 5:38:00 PM0 Comment

বাংলাদেশে রেজাখানিদের একটি সংগঠনের নাম দাওয়াতে ইসলামী এ সংগঠনটি ঢাকাস্থ মাদারটেক, মুহম্মদপুর, সায়দাবাদসহ কয়েকটি এলাকায় মসজিদে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। সংগঠনটি চেনার উপায় সাদা পাঞ্জাবি, মাথায় সবুজ পাগড়ি ও গলায় খয়েরী চাদর দেখে। তারা দাবি করে, তাদের সংগঠনের মূল ইয়িলাস আত্তার কাদেরী নামক এক পাকিস্তানী লোক (এ লোকটি ‘মাদানী টিভি’ নামে একটি টিভি চালিয়ে থাকে) । অনেক আগে কার্যক্রম শুরু করলেও গত বছর তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে ( http://goo.gl/4NB9e4 )।
অর্থাৎ, বাংলাদেশে সংগঠনটি কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু তা পরিচালিত হচ্ছে পাকিস্তান থেকে। এখন আমার কথা হচ্ছে, দাওয়াতে ইসলামী সংগঠনটির মূলরা পাকিস্তানে বসে কি করছে সেটা কিন্তু আমাদের জানা উচিত। এখানে জেনে রাখা প্রয়োজন, দাওয়াতে ইসলামী নামক সংগঠনটি একটি তাবলীগ জামাতের কপিপেস্ট সংগঠন। উপর দিয়ে তারা দুনিয়ার ভাজা মাছটি উল্টে খেতে জানে না। তাদের প্রকাশ্য কার্যক্রম: দাওয়াত দেয়া, বিভিন্ন মসজিদে অবস্থান করা, চিল্লা দেয়া (তারা চিল্লা বলে না, বলে ইস্তেমা), মসজিদে বেলায় বেলায় ‘ফয়জানে সুন্নত’ নামক বই পড়া ইত্যাদি। এগুলোর মাধ্যমে মাদানী টিভি পরিচালনাকারী ইলিয়াস কাদেরীর মূল টার্গেট যে লোক রিক্রুট করা সেটা খুব ভালোভাবে বুঝা যায়। ( http://goo.gl/TvvkXK )

 
ছবি: পাকিস্তানে সুন্নী তেহরিক কর্মীদের সশস্ত্র মহড়া, সুন্নী তেহরিকের লোগো হচ্ছে দুই হাত এক করা, মাঝে পাকিস্তানের সবুজ চাদ-তারা

কিন্তু লোক রিক্রুট করে পরবর্তী উদ্দেশ্য কি ?? আপনাদের জেনে রাখা প্রয়োজন পাকিস্তানে বেরেলভী দলগুলো মধ্যে সবচেয়ে উগ্র সংগঠন ‘সুন্নী তেহরিক’র নামক দলটির আবির্ভাব ঘটেছিলো দাওয়াতী ইসলামী নামক এ সংগঠনটির পেট থেকেই। মানে ইলিয়াস আত্তার কাদেরী মুরীদ সেলিম কাদেরী মাধ্যমে দাওয়াতই ইসলামী কর্মীদের নিয়েই সৃষ্টি করেছিলো এ সংগঠনটি। দুটো আলাদা সংগঠন ও বেশভুষা আলাদা হয়ে গেলেও তাদের ভেতর রয়েছে পুরোপুরি অন্ত:যোগাযোগ। (সূত্র: https://lubpak.com/archives/239329 )
এখানে একটি জিনিস অনুধাবন করা প্রয়োজন, পাকিস্তানে সুন্নী তেহরিক ( http://goo.gl/4E72i7 ) নামক উগ্র রেজাখানি সংগঠনটি যে কারণেই সৃষ্টি হোক, যেহেতু বাংলাদেশে দাওয়াতে ইসলামী নামক তাদের গুরু সংগঠনের কার্যক্রম আছে তাই আমাদের দেশের বাস্তবতা বিবেচনা করেই উক্ত সংগঠনটির দিকে খেয়াল রাখার দরকার। কারণ:১) সম্রাজ্যবাদীরা কৌশলে পাকিস্তানে বিভিন্ন ধর্ম নির্ভর দলগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত তৈরী করেছে, উদ্দেশ্য পুরো পাকিস্তানকে অস্থিতিশীল করে রাখা। মুসলমানরাই নিজেরা নিজেদের বোমা মেরে পরষ্পরকে মেরে ফেলছে। কিন্তু আমরা চাই না, বাংলাদেশেও পাকিস্তানের মত পরিবেশ তৈরীর সুযোগ দেয়া হোক।২) দাওয়াতে ইসলামী সরাসরি পরিচালিত হয় পাকিস্তান থেকে। পাকিস্তানে কেন্দ্র থেকে কোন উপায়ে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে তা যাচাই করার দরকার আছে।৩) দেশী সংগঠনগুলো যাই করুক, তারা সবাই বাংলাদেশী। দেশে নাগরীকদের সবকিছু করাও সম্ভব নয়। কিন্তু যখন কোন সংগঠন পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়, যাদের প্রচুর সরবরাহকারী ফান্ড (টিভি চ্যানেল চালাতে কত খরচ হয় সেটা সবার জানা) রয়েছে, সেক্ষেত্রে দেশ পাড়ি দিয়ে কার্যক্রম সন্দেহের সৃষ্টি করে। কারণ দুইদিন পর লোকবল বাড়লে তারাও যে সুন্নী তেহরীকের বাংলাদেশ শাখা খুলবে না তার গ্যারান্টি কি ??
তাই দাওয়াতে ইসলামী নামক সংগঠনটি কার্যক্রমের দিকে আইন-শৃঙ্খলা বাহিনী’র দৃষ্টি দেয়া জরুরী বলেই মনে করি।

 

আইডিসির সাথে যোগ  দিয়ে উভয় জাহানের জন্য   ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 
 
Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল ) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )