Kritoggo/কৃতজ্ঞ

বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই

একদিন উমার ইবনুল খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু বাজারের পথ দিয়ে যাচ্ছিলেন। হ্ঠাৎ তাঁর কানে এসে পৌছল কেউ একজন দুয়া করছে,
“হে আল্লাহ, আমাকে আপনার অল্পসংখ্যক বান্দাদের (Kritoggo/কৃতজ্ঞ) একজন বানিয়ে দিন!
হে আল্লাহ আমাকে আপনার অল্পসংখ্যক (Kritoggo/কৃতজ্ঞ) বান্দাদের একজন বানিয়ে দিন! ”
তখন উমর রাঃ তাকে বললেন,
“তুমি এই দু’আ কার থেকে শিখেছ?”
লোকটি বলল,
“আল্লাহ তাঁর গ্রন্থেই বলেছেন,‘
আর আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই Kritoggo/কৃতজ্ঞ। ’- কোরআন ৩৪:১৩”
একথা শুনে উমর রাঃ কেঁদে দিলেন এবং নিজেকে উপদেশ দিলেন, “ওমর! লোকেরা তোমার চেয়ে কতই না জ্ঞানী!
হে আল্লাহ আমাকে আপনার অল্পসংখ্যক (Kritoggo/কৃতজ্ঞ) বান্দাদের একজন বানিয়ে দিন। ”
কখনও কখনও আপনি কাউকে পাপকাজ ত্যাগ করার পরামর্শ দিলে তাদের প্রতিক্রিয়া হয় এমন –
“কেন? আজকাল বেশিরভাগ লোকেরাই তো এটা করছে”
কিন্তু আপনি যদি কোরানে “বেশিরভাগ বা অধিকাংশ লোক” শব্দটির ব্যাবহার খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন অর্থগুলো এভাবে এসেছে….
“কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না।” (৭:১৮৭)
“কিন্তু অধিকাংশ লোক শোকরিয়া আদায় করে না” (২: ২৪৩)
এবং “কিন্তু অধিকাংশই তা বিশ্বাস করেনা” (১১:১।)।
তারপর “অধিকাংশ লোক” যখন আরো খুজতে যাবেন তখন দেখবেন এই আয়াতগুলো!
” তাদের অধিকাংশই অবজ্ঞাপূর্ণ অবাধ্য” (৫:৫৯)
“তাদের অধিকাংশই মূর্খ” (৬:১১১)
“তাদের অধিকাংশই সত্য জানেনা ও মুখ ফিরিয়ে নেয়” (২১:২৪)
এরপর দেখুন আল্লাহ সুবহানাহু তা’আলা “অল্প সংখ্যক” লোকদের ব্যাপারে কী বলেছেন-
“এবং আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই Kritoggo/কৃতজ্ঞ।” – ৩৪:১৩
…বলাবাহুল্য অতি অল্পসংখ্যক লোকই তাঁর (নূহ আঃ ) সাথে ঈমান এনেছিল – ১১:৪০
“তাঁরা থাকবে জান্নাতে,বেশি সংখ্যক পূর্ববর্তী সম্প্রদায় থেকে এবং অল্পসংখ্যক পরবর্তী সম্প্রদায় থেকে” – (৫৬: ১২,১৩,১৪)
সুতরাং সংখ্যাগরিষ্ঠদের মধ্যে থাকা বা সংখ্যাগরিষ্ঠদের সাথে অনুসরণ করা এই নয় যে আপনি হকের সাথে রয়েছেন।
শায়খ-উল-ইসলাম ইবনুল কাইয়িম বলেছেন,
“হকের পথে চলতে কখনো একাকীত্ব বোধ করবেন না কারণ খুব কম লোকই এই পথ অনুসরণ করে এবং বাতিলের অনুসরণ থেকে সাবধান থাকুন, এপথের পথিকদের সংখ্যাগরিষ্ঠতা যেন আপনাকে ধোকায় না ফেলে”

মহান আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা করেছেন। প্রতিনিয়ত আমরা তার নিয়ামত দ্বারা উপকৃত হই। এই নিয়ামতের সুবিধা ভোগের বিপরীতে বান্দার কর্তব্য হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় বা Kritoggo/কৃতজ্ঞ থাকা। মানুষ নিজেই এই Kritoggo/কৃতজ্ঞতা আদায়ের সুফল পাবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন।’ (সুরা ইবরাহিম, আয়াত : ৭)

আল্লাহর Kritoggo/কৃতজ্ঞতা আদায় করতে হয় প্রসন্ন হৃদয়ে, বিনয়-নম্রতার সঙ্গে এবং আল্লাহর নির্দেশিত পন্থা অনুসরণ করে। যারা এভাবে জীবন অতিবাহিত করতে পারে তারাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। তাদের জীবন হয় সুখময়। আল্লাহ তাআলা বলেন, ‘…শিগগিরই আল্লাহ শোকর আদায়কারীদের প্রতিদান দেবেন।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৪৪)

আল্লাহ্‌ আমাদেরকে Kritoggo/কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল করুন। আমিন।

আইডিসির সাথে যোগ  য়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )