Politics Of Sarsina Dorbar-ছারছীনা দরবার কেন দলীয় রাজনীতি করেনা?
Politics Of Sarsina Dorbar-ছারছীনা দরবার কেন দলীয় রাজনীতি করেনা?
সঠিক উত্তরঃ
**না পড়লে অনেক কিছুই মিস করবেন** *আসলে ছারছীনা দরবার রাজনীতি করেনা এটা বলা ঠিক নয়, হ্যা রাজনীতি করে তবে, দলীয় সক্রিয় রাজনীতি করেনা। আর না করার পিছনে বহুবিধ কারণ বিদ্যমান। নিচে এই কারণগুলির মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ কারণ সমূহ ক্রমান্বয়ে তুলে ধরা হলো।
কারণ সমূহ:
১নং মুসলমানদের অনুসরণীয় যুগ ৩টি। “ক” সাহাবীগণদের যুগ, “খ” তাবেয়ীগণদের যুগ, “গ” তাবে তাবেয়ীগণদের যুগ। অনুসরণীয় এই ৩টি যুগের কোথাও সরকার পরিবর্তনের জন্য দলীয় রাজনীতি পাওয়া যায়না। এবং বর্তমানে প্রচলিত যে রাজনীতি ইসলামের ইতিহাসের কোন বর্ণনায় তা পাওয়া যায় না।
২নং বর্তমান বিশ্বের রাষ্ট্র গুলিতে যে প্রচলিত গণতন্ত্র চলছে তা হচ্ছে সম্পূর্ণই পশ্চিমা বিধর্মীদের প্রবর্তিত। যা ইসলামী খেলাফত ব্যবস্থার সম্পূর্ণ রুপে বিপরীত।
৩নং গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় নির্বাচনের প্রর্থী হতে হয় এবং সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করতে হয় যা ইসলামী আইনে নিষিদ্ধ।
৪নং গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা জনগণের বলে স্বীকৃত অথচ, সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর। আর আল্লাহর সার্বভৌম ক্ষমতাকে অস্বীকার করে আল্লাহর আসনে জনগণদের বসানো কুফরীর নামান্তর।
৫নং গণতন্ত্রে জন প্রতিনিধিদেরকে আইন প্রণয়নের অধিকার দেয়া হয়। অথচ, আইন প্রণেতা হলেন একমাতের আল্লাহ। সংখ্যা গরিষ্ঠ জন প্রতিনিধিদের মতামত রাষ্ট্রীয় আইনের মর্যাদা প্রাপ্ত। তারা হারামকে হালাল ও হালালকে হারাম ঘোষণা দেয়ার অধিকার রাখে। ইহা সম্পূর্ণ ইসলাম বিরধী কথা।
৬নং মুসলিম, অমুসলীম, চোর, ডাকাত, গুন্ডা, বদমায়েশ, খুনী, সন্ত্রাসী সবার ভোটাধিকার থাকার অধিকার ইসলাম সমর্থন করেনা।
৭নং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সেই ইসলাম কায়েমের জন্য বিধর্মীদের দেয়া গণতন্ত্র গ্রহণ করে, ইসলামকে অপূর্ণ জীবন বিধান হিসেবে ঘোষণা দেয়া কুফরীর নামান্তর।
৮নং গণতন্ত্রে বহুদলীয় রাজনীতি বিদ্যমান থাকায় উম্মতের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। অথচ, আল্লাহ পাক সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন।
৯নং ইমাম গাযযালী রহ., বড় পীর আঃ কাদের জিলানী রহ., চার মাযহাবের ইমাম চতুষ্টয়, মোজাদ্দেদে আলফেসানী রহ., সৈয়দ আহমদ বেরলভী রহ., খাজা মুঈনুদ্দীন চিশতী রহ., হাজী এমদাদুল্লাহ মোহাজেরে মক্কী রহ., নূর মুহা. নিজামপুরী রহ., সূফী ফতেহ আলী ওয়ায়েছী রহ., মাওলানা আশরাফ আলী থানভী রহ., হাদীয়ে বাঙ্গাল মাওঃ কারামত আলী জৌনপুরী রহ., ফুরফুরার পীর শাহ আবু বকর সিদ্দীকী আল কুরাইশী রহ., শাহ সূফী আল্লামা নেছারুদ্দীন আহমদ রহ., শাহ আবু জাফর মুহা. ছালেহ রহ., সহ প্রমুখ বিশিষ্ট আউলিয়ায়ে কেরামগণ কেহইতো রাজনীতি করতে গিয়ে দলীয় রাজনীতি করেননি।
****সুতরাং**** ছারছীনা দরবার নিজস্ব ধ্যান ধারনায় পরিচালিত না হয়ে সাহাবায়ে কেরাম, তা’বেয়ীন, তা’বে তা’বেয়ীন, সলফে সালেহীন, বুজুর্গানে দীন, আয়েম্বায়ে মুজতাহিদীন, আয়েম্বায়ে শরীয়ত ও তরীকতের “আদর্শে” পরিচালিত হওয়ায়, **সক্রিয় দলীয় রাজনীতি হতে মুক্ত থাকতে বাধ্য হয়েছে**।
****সার কথা**** ইসলামী শাসন ব্যবস্থা হচ্ছে খিলাফত ব্যবস্থা। এ ব্যবস্থায় যিনি ক্ষমতায় অধিষ্ঠিত হবেন তাকেই বলা হয় খলিফা। খলিফা সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হবেন না। তিনি হবেন পূর্বতন খলিফা অথবা মজলিসে শুরা কর্তৃক মনোনীত। তিনি নির্বাচনে অংশ গ্রহণ করবেন না। মজলিসে শুরা তাকে মনোনয়ন প্রদান করবেন।
গণতান্ত্রিক ব্যবস্থায় বর্তমানে প্রচলিত নির্বাচন ইসলামের ইতিহাসে নেই। কোন খলিফাই নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় অধিষ্ঠিত হননি।
****রাসূল সাঃ এর বাণী**** তিনি বলেন, আমি তোমাদেরকে তাকওয়ার ব্যপারে নছিহত করছি যে, তার কথা শোন এবং মাান, তাতে যদি নেতা একজন হাবশী গোলামও হয়। সহীহ বূখারী।
#ছারছীনা_মিডিয়া_ফোরাম https://www.facebook.com/SarsinaMediaaForum/
আরও পড়ুন…
Duas Of The Quran-কুরআনের সব দু’আ
r
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।