নবীদের পেশা: মানবতার শিক্ষক ও শ্রমের আদর্শ – কুরআন ও হাদীসের আলোকে
মানব ইতিহাসে যাঁদের মর্যাদা সর্বোচ্চ, তাঁরা হলেন আল্লাহর নবী ও রাসূলগণ। তাঁরা কেবল দ্বীনের দাওয়াতই দেননি, বরং বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানুষকে শিখিয়েছেন শ্রম, স্বাবলম্বিতা ও আত্মমর্যাদার শিক্ষা। কুরআন ও সহীহ হাদীস থেকে জানা যায়, আল্লাহর নবীগণ বিভিন্ন পেশায় (Profession of prophets) নিয়োজিত ছিলেন। এতে প্রমাণিত হয় যে, হালাল উপার্জনের জন্য কোনো পেশা ছোট নয়, বরং তা ইবাদতের অন্তর্ভুক্ত।
এ বিষয়ে হাফেয ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন:
قال ابن قدامة:
“كَانَ آدَمُ عَلَيْهِ ٱلسَّلَامُ زَارِعًا، وَنُوحٌ عَلَيْهِ ٱلسَّلَامُ نَجَّارًا، وَإِدْرِيسُ عَلَيْهِ ٱلسَّلَامُ خَيَّاطًا، وَإِبْرَاهِيمُ وَلُوطٌ عَلَيْهِمَا ٱلسَّلَامُ زُرَّاعًا، وَصَالِحٌ عَلَيْهِ ٱلسَّلَامُ تَاجِرًا، وَدَاوُدُ عَلَيْهِ ٱلسَّلَامُ صَانِعَ ٱلْحَدِيدِ، وَمُوسَى وَشُعَيْبٌ وَنَبِيُّنَا صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ رُعَاةَ غَنَمٍ”
– ابن قدامة، مختصر منهاج القاصدين: صـ ٨٢
আদম (আলাইহিস সালাম) – কৃষক
প্রথম মানব ও প্রথম নবী আদম (আঃ) ছিলেন একজন কৃষক। তিনি পৃথিবীতে আসার পর চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। আল্লাহ বলেন:
﴿هُوَ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَٱسْتَعْمَرَكُمْ فِيهَا﴾
“তিনিই তোমাদেরকে পৃথিবী থেকে সৃষ্টি করেছেন এবং তাতে বসবাস ও চাষাবাদের ব্যবস্থা দিয়েছেন।”
📖 সূরা হূদ: ৬١
নূহ (আলাইহিস সালাম) – কাঠমিস্ত্রি (নৌকার নির্মাতা)
নূহ (আঃ) আল্লাহর আদেশে একটি বিশাল নৌকা তৈরি করেছিলেন, যার জন্য কাঠমিস্ত্রির কাজ তাঁকে করতে হয়েছে।
﴿وَٱصْنَعِ ٱلْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا﴾
“তুমি আমাদের দৃষ্টির সম্মুখে এবং আমাদের ওহীর নির্দেশ অনুসারে নৌকা নির্মাণ কর।”
📖 সূরা হূদ: ৩৭
ইদ্রিস (আলাইহিস সালাম) – দর্জি
হাদীসে এসেছে, তিনি দর্জির কাজ করতেন এবং প্রত্যেক সুই চালনার সময় আল্লাহর যিকর করতেন।
قَالَ رَسُولُ ٱللّٰهِ صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ إِدْرِيسُ خَيَّاطًا، وَكَانَ لَا يُدْخِلُ إِبْرَتَهُ إِلَّا قَالَ: سُبْحَانَ ٱللّٰهِ»
📘 رواه الحاكم في المستدرك (٢/٥٣٧) – ইমাম হাকিম সহীহ বলেছেন।
ইবরাহিম ও লূত (আলাইহিমাস সালাম) – কৃষক
তারা কৃষিকাজে নিযুক্ত ছিলেন। তারা ছিলেন আত্মনির্ভরশীল এবং নিজ হাতে জীবিকা অর্জন করতেন।
সালেহ (আলাইহিস সালাম) – ব্যবসায়ী
ইবনে কুদামার বর্ণনায় এসেছে, সালেহ (আঃ) ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসা একটি হালাল এবং উত্তম পেশা, যা বহু নবী অবলম্বন করেছেন।
দাউদ (আলাইহিস সালাম) – লৌহকার (লোহার জিনিসপত্র নির্মাতা)
আল্লাহ তাঁকে লোহা নরম করার ক্ষমতা দিয়েছিলেন এবং তিনি নিজ হাতে লৌহবর্ম বানাতেন।
﴿وَأَلَنَّا لَهُ ٱلْحَدِيدَ﴾
“আমি তাঁর জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম।”
📖 সূরা সাবা: ১০
﴿أَنِ ٱعْمَلْ سَابِغَاتٍۢ وَقَدِّرْ فِى ٱلسَّرْدِ﴾
“তুমি পূর্ণাঙ্গ বর্ম তৈরি কর এবং জঞ্জিরে তার সংযোজনের পরিমাণ ঠিক করে দাও।”
📖 সূরা সাবা: ১১
মূসা ও শুয়াইব (আলাইহিমাস সালাম) – রাখাল
মূসা (আঃ) দীর্ঘ সময় শুয়াইব (আঃ)-এর মেয়ের গবাদিপশু চরাতেন।
﴿قَالَ إِنِّىٓ أُرِيدُ أَنْ أُنكِحَكَ إِحْدَى ٱبْنَتَىَّ هَٰتَيْنِ عَلَىٰٓ أَن تَأْجُرَنِى ثَمَٰنِىَ حِجَجٍۢ﴾
“আমি আমার এই দুই কন্যার একজনকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, এই শর্তে যে তুমি আট বছর আমার জন্য কাজ করবে।”
📖 সূরা আল-কাসাস: ২৭
মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) – রাখাল ও ব্যবসায়ী
রাসূলুল্লাহ ﷺ তাঁর যৌবনের শুরুতে মক্কার ধনীদের জন্য পশু চরাতেন।
قَالَ رَسُولُ ٱللّٰهِ صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَعَثَ ٱللّٰهُ نَبِيًّا إِلَّا رَعَى ٱلْغَنَمَ» فَقَالَ أَصْحَابُهُ: وَأَنْتَ؟ فَقَالَ: «نَعَمْ، كُنْتُ أَرْعَاهَا عَلَىٰ قَرَارِيطَ لِأَهْلِ مَكَّةَ»
📘 رواه البخاري (٢২৬٢)
এছাড়াও তিনি ব্যবসাও করতেন এবং খাদিজা (রাঃ)-এর পণ্য নিয়ে সিরিয়া সফরে যান।
উপসংহার:
নবীদের জীবনী আমাদের শিক্ষা দেয়—হালাল রিযিক অর্জন করা শুধু প্রয়োজন নয়, বরং তা নবীদের সুন্নাতও। তাঁদের জীবনে শ্রম, পেশা ও কষ্ট ছিল—যা আমাদের জন্য দৃষ্টান্ত। সমাজের প্রত্যেক পেশাজীবী এই বার্তা থেকে অনুপ্রেরণা নিতে পারেন।
📢 আপনার পেশা যদি হালাল হয় এবং পরিশ্রমের মাধ্যমে উপার্জন করেন, তবে আপনি নবীদের পথে আছেন। প্রকাশের অনুমোদিত ওয়েবসাইট: https://islamidawahcenter.com
✍️ লিখেছেন:মাহবুব ওসমানী
মাহবুব ওসমানী — একজন ইসলামী চিন্তাবিদ, লেখক এবং IslamiDawahCenter.com এর প্রতিষ্ঠাতা। তিনি কুরআন ও সহীহ হাদীসভিত্তিক বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।To learn more, comment below or message us on wa.me/+966549485900 or wa.me/+8801716988953 or call us at +44-73801-27019. Email at hi@islamidawahcenter.com
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।
- আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
- আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
- কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
- ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।