Savings-সেভিংস কিভাবে করবেন?
Savings-সেভিংস কিভাবে করবেন?
আপনিকি জানেন সেভিং শব্দের অর্থ কি? ডিকশনারিতে দুটো অর্থ দেখলাম। আমি প্রথম অর্থটিকেই মূল অর্থ হিসেবে পছন্দ করি। . সাহাবাদের জীবন যাপন পদ্ধতিতে প্রয়োজনের অতিরিক্ত আয় করার সামান্যটুকু টেনডেন্সি ছিলো কিনা আমার জানা নেই।
ওভারটাইমতো দূরের কথা, যতদূর জানি প্রয়োজন পরিমান আয় হয়ে গেলে বাকি সময়টা দ্বীনের কাজে ব্যায় করার প্রয়াস ছিলো তাদের মধ্যে। . যারা ব্যাবসায়ী তারাও দান-সদকা করতে করতেই ব্যাবসাকে যতটুকু সম্ভব বড় করতো।
এবং বছর শেষে যাকাত দিতো ঠিকমতো এবং করজে হাসানা দেয়াসহ অন্যান্য কল্যানমূলক কাজে সম্পদ ব্যায় করতো। মানে. তারা ভালো কাজ করার জন্য অপেক্ষা করতোনা।
বলতে চাচ্ছি, “টাকা জমাতে জমাতে অনেক টাকা হলে কোনো এক সময় কিছু একটা করবো” এমন কোনো টেনডেন্সি তাদের মধ্যে ছিলোনা। . উনাদের শিক্ষক স্বয়ং আল্লাহর রাসূল (স.) এর উপর কখনই যাকাত ফরয হয়নি।
কারন, এক হাতে আসতো, আরেক হাতে খরচ করে ফেলতো। সুতরাং, উনার ছাত্র (সাহাবী)রাতো এমনই হবে এটাই স্বাভাবিক। . ব্যাংকিং সিস্টেম আমাদের কি শেখায়? জমানো শেখায় মূলত। তারা এতটাই সফল যে এখন সেভিং বলতে জমানোও বুঝায়।
অথচ, সেভিং এর মূল উদ্দেশ্যই ছিলো নিজের প্রয়োজন থেকে বাঁচিয়ে অন্যকে দিয়ে দেয়া বা অন্যকে সাহায্য করা। নিজের যা আছে তা থেকে সদকা করা বা আল্লাহর রাস্তায় খরচ করার কথা বারবার বলা আছে।
আর ব্যাংক শিক্ষা দেয় তাদের ওখানে সেভিং একাউন্ট খুলে টাকা জমাতে। . অন্যান্য সুদি ব্যাংকের সাথে পাল্লা দিয়ে আমরা “ইসলামী” শব্দটা যোগ করে চালু করেছি ইসলামী ব্যাংক।
বেতন দিয়ে রাখা হয়েছে শরীয়া বোর্ড নামক হারামকে হালাল করার দায়িত্বপ্রাপ্ত কিছু ধান্দাবাজ ব্যাক্তিকে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। . পার্ট-২ নিয়ে আরেকদিন আসছি।
ওটা অনেক কড়া হবে। তাই, আপাতত আপনাদের মানিসিক ভাবে তৈরি থাকার জন্য এই পোষ্ট। . আসুন, ইসলাম বুঝি, ইসলাম মানি। আল্লাহর সাথে চালাকি, ভন্ডামি এবং প্রতারণা করার চেষ্টা থেকে তওবা করি। আমলের কমতি থাকলে অনুশোচনার সাথে ক্ষমা চাই। আল্লাহ পরম করুনাময়, অসীম দয়ালু ও ক্ষমাশীল। Writing Credit: Sazzad H. Bhuiyan
আরও পড়ুন…
Duas Of The Quran-কুরআনের সব দু’আ
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।