Dream – ইসলামের আলোকে বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা
Dream – ইসলামের আলোকে বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা
স্বপ্নে কেউ বিয়ে করতে দেখা দ্বারা আসন্ন বিবাহ বুঝায় । স্বপ্নের সময় যদি বিয়ের পরিকল্পনা না থাকে তাহলে হয়তো যার সঙ্গে বিয়ে হতে দেখেছে তাদের বিয়ের প্রস্তাব দিবে । নিম্নোক্ত হাদীসটি ইহা নির্দেশ করে:
‘আয়েশা (রা : ) বলেছেন, রাসূল (সা: ) ইরশাদ করেন : (স্বপ্নে) তোমাকে আমার নিকট দুবার দেখানো হয়েছে তোমাকে আমি বিয়ে করার পূর্বেই । আমি দেখলাম একজন ফেরেশতা কাউকে রেশমী কাপড়ের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছে, আমি তাকে বললাম : তাকে উন্মুক্ত করুন এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম ইহা তুমি । আমি নিজে নিজে বললাম : যদি ইহা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে ইহা অবশ্যই হবে । অতঃপর তোমাকে পুনরায় দেখানো হলো । পরবর্তীতে আমি একই ফেরেশতাকে স্বপ্নে দেখলাম কাউকে রেশমী কাপড়ের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছেন এবং তাকে বললাম তাকে উন্মুক্ত করুন এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম পুনরায় ইহা তুমিই । আমি নিজে নিজে বললাম : যদি ইহা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে অবশ্যই ইহা ঘটবে ।
(সহীহ আল-বুখারী, খন্ড-৯, পৃ-১১৫-৭, নং-১৪০)
আমি অনেক সময় সাপের স্বপ্ন দেখি। অনেক সময় দেখি সাপ আমার হাতে কামড় দিয়েছে। সব সাপ বিষধর। এই স্বপ্নের তাবীর কি? প্রশ্নকর্তা-পিয়াস
উত্তর: وعليكم السلامو ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লামা সীরীন রহঃ এর ব্যাখ্যা অনুপাতে এর মানে হল, শত্রু দ্বারা ক্ষতি হতে পারে।{তাবীরুর রুয়া লিইবনে সীরীন}
তাই সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা উচিত। বাকি স্বপ্নের ব্যাখ্যা সব সময় সত্য হয় এমন নয়। তাই অযথা টেনশন করার প্রয়োজন নেই। বেশি বেশি করে আল্লাহর নুসরত এবং দয়া চান। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হিফাযত করবেন। والله اعلم بالصواب
উত্তর লিখনে: লুৎফুর রহমান ফরায়েজী, পরিচালক–তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
অন্য ব্যাখ্যা
আসুন জেনে নিই,কোন স্বপ্ন দেখলে কি হয়স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সব মানুষই স্বপ্ন দেখে। সাধারণত মানুষ জীবন নিয়ে যা ভাবে যা যেমনটা ভাবতে চায় তার প্রতিফলন ঘটে তার স্বপ্নে। কিছু স্বপ্ন হয় আনন্দের আবার কিছু স্বপ্ন ব্যর্থতার। আতঙ্কের বা ভয়ের স্বপ্নও দেখেন অনেকে। যার যার স্বপ্ন ভিন্ন হবে এটাই স্বাভাবিক। তবে জানেন কি, বেশ কিছু স্বপ্ন রয়েছে যা প্রায় সব মানুষই দেখে থাকে। কী সেই স্বপ্নগুলো? চলুন তবে জেনে নেয়া যাক ৬টি স্বপ্নের ব্যাখ্যা যা আপনি প্রায়ই দেখেন।
স্বপ্ন ১ : উঁচু জায়গা থেকে হঠাৎ পড়ে যাওয়া
উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার স্বপ্নটা অতি সাধারণ স্বপ্নের প্রথমেই আছে। কুসংস্কার প্রচলিত আছে যে আপনি যদি স্বপ্নে দেখেন আপনি উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন তবে আপনি খুব তাড়াতাড়ি মারা যেতে পারেন বা আপনার জীবনে খুব বড় বিপদ আসতে চলেছে। কুসংস্কারে কান দেয়ার দরকার নেই। স্বপ্ন বিশেষজ্ঞদের মতে উঁচু জায়াগ থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখা মানে হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনে কিছু একটা ঠিক চলছেনা। আপনার জীবনের কোন এক সিদ্ধান্ত নিয়ে আপনার আরেকবার ভাবা উচিত এমনটাই ইঙ্গিত দেয় এমন স্বপ্ন।
“পড়ে যাওয়ার স্বপ্ন বেশ স্বাভাবিক। এটি আপনার ব্যক্তিজীবনের ভয় এবং ব্যর্থতা প্রকাশ করে। কিংবা আপনার প্রেম বা দাম্পত্য জীবন ঠিক চলছে না বুঝায়”- বলেছেন ইলুস্ট্রাটেড ড্রীম ডিকশনারির লেখক রাসেল গ্র্যান্ট।
স্বপ্ন ২ : জনসম্মুখে উলঙ্গ হওয়া
মানুষের দেখা সাধারণ স্বপ্নগুলোর মাঝে সবচেয়ে বিব্রতকর স্বপ্ন হচ্ছে এটি। যে স্বপ্নে মানুষ দেখে, স্কুল কিংবা অফিসে সবার সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে।
ড্রীম ডিকশনারি ফর ডামিসের লেখক পেনি পার্স বলেন, “ উলঙ্গ হবার স্বপ্ন এই সংকেত দেয় যে আপনার জীবনে কোন অসম্পূর্ণতা রয়েছে এবং আপনি ভীত যে সেই অসম্পূর্ণতা মানুষের সামনে প্রকাশ পেয়ে যেতে পারে”
স্বপ্ন ৩ : ভয়ানক তাড়া খাওয়া
মাঝে মাঝেই অনেকে স্বপ্ন দেখেন কোন কুকুর বা মানুষ তাকে তাড়া করছে এবং তিনি বাঁচার জন্য প্রাণপণ ছুটছেন। এই ধরনের স্বপ্নগুলো এতটাই বাস্তবধর্মী হয় যে স্বপ্ন দেখতে দেখতেই মানুষ হাঁপিয়ে উঠে, ঘেমে যায় বা চিৎকার করে কাঁদতে শুরু করে।
ড্রীম ডিকশনারির লেখক টনি ক্রিস্প এর মতে, “কোন কিছুর তাড়া খাওয়ার স্বপ্ন দেখা মানে হচ্ছে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে পারেননি এবং আপনার মনে সন্দেহ ও ভয় রয়েছে যে আপনি সেখানে পৌছতে পারবেন না।”
যদি আপনি স্বপ্নে দেখেন কোন প্রানী বা অচেনা কোন মানুষ আপনাকে তাড়া করছে তবে সেটা আপনার ভয় বা ছোটবেলার কোন স্মৃতিকে স্মরণ করা। আর যদি স্বপ্নে দেখেন বিপরীত লিঙ্গের কেউ তাড়া করছে তবে এটি ইঙ্গিত দেয় আপনি আপনার বর্তমান ভালোবাসার সম্পর্ক নিয়ে সন্দীহান বা অতীত ভালোবাসার সম্পর্ক নিয়ে ভীত”
স্বপ্ন ৪ : দাঁত পড়ে যাওয়া
মানুষের দেখা সাধারণ স্বপ্নগুলোর মাঝে দাঁত পড়ে যাবার স্বপ্ন একটি। ড্রীম ডিকশনারি ফর ডামিসের লেখক পেনি পার্স ব্যাখ্যা করেন, “দাঁত পড়ার স্বপ্ন দেখা মানে হল আপনি আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট নন। এটি ইঙ্গিত দেয় আপনি আপনার ক্ষমতা সম্পর্কে উদগ্রীব হয়ে আছেন।”
এই স্বপ্ন ভবিষ্যৎ ইঙ্গিত দেয় যে আপনি আপনার নিজস্ব ক্ষমতা হারাতে পারেন বা নিজের সম্মান হারাতে পারেন।
ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!
ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।
বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।
যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।
আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )
ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )
স্বপ্ন ৫ : পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দেয়া
এই স্বপ্ন নিশ্চয়ই আপনি জীবনে বেশ কয়েকবার দেখেছেন। হয়তো দেখেছেন, পরীক্ষার প্রশ্ন কিছুই আপনার জানা নয়, কিংবা সময় শেষ হয়ে যাবার পর ও লেখা শেষ করতে পারছেন অথবা স্বপ্ন দেখলেন সময় মত পরীক্ষার কেন্দ্রেই পৌঁছাতে পারলেন না।
ক্রেগ হ্যামিলটন-পার্কার, হিডেন মিনিং অফ ড্রীমস এর লেখক বলেন, “পরীক্ষায় অংশগ্রহনের স্বপ্ন, আপনার ব্যর্থতা এবং অন্তর্নিহিত ভয়ের প্রকাশ করে। পরীক্ষায় না পারা, সময়মত লিখতে না পারা বা ফেইল করার স্বপ্ন বোঝায় আপনি বাস্তব জীবনে চ্যালেঞ্জ নিয়ে ভয়ে আছেন।”
স্বপ্ন ৬ : উড়ার স্বপ্ন দেখা
যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি পাখির মত উড়ছেন কেমন লাগবে? এর অর্থ ই বা কী? ড্রীম ডিকশনারির লেখক টনি ক্রিস্প ব্যাখ্যা করেন, “উড়তে পারার স্বপ্ন সাধারনত দুই ধরনের অর্থ বহন করে। প্রথমত, এটি আপনার স্বাধীনতার ভাব প্রকাশ করে, অপরদিকে এটি বুঝায় আপনি বাস্তব জীবনের চাপে হাঁপিয়ে উঠেছেন।”
যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি একা একা উড়ছেন এর মানে হল আপনার সামাজিক জীবন বা ভালোবাসা নিয়ে আপনি বিরক্ত এবং আপনি এর থেকে মুক্ত হতে চাইছেন।
উপরের কোন স্বপ্নের সাথেই আপনার স্বপ্নের মিল খুঁজে পাচ্ছেন না? চিন্তিত হবার কিছু নেই। এর মানে হল আপনার স্বপ্নগুলো অন্যদের চেয়ে আলাদা। মূলত মানুষের ব্যাক্তি জীবনের প্রাপ্তি, ব্যার্থতা, আশা, চাওয়া, ভয় ইত্যাদির রূপই হল স্বপ্ন।
স্বপ্নে আজান দিতে দেখিলে (নিজেকে) – উন্নতি লাভের নিদর্শন৷
স্বপ্নে আঙ্গুর দেখিলে – চিন্তা দূর হইবে৷
স্বপ্নে আম দেখিলে – পুত্র সন্তান হইবে৷
স্বপ্নে আনারস গাছ দেখিলে – দ্বিতীয় বিবাহ হইবে৷
স্বপ্নে আলু দেখিলে – দুর্ণামে পড়িবে৷
স্বপ্নে আলু গাছ দেখিলে – দুঃখ-কষ্ট ও অশান্তি হইবে৷
স্বপ্নে আটা দেখিলে – অক্ষম ও তুচ্ছ হইবে৷
স্বপ্নে আয়না দেখিলে – মর্যাদা বৃদ্ধি পাইবে৷
স্বপ্নে আয়্নায় নিজের চেহারা দেখিলে – পুত্র সন্তান ভুমিষ্ঠ হইবে৷
স্বপ্নে আংটি দেখিলে – সুসন্তান লাভ হইবে৷
স্বপ্নে আংটি ভাঙ্গা দেখিলে – দুর্ণাম রটিবে৷
স্বপ্নে আতরদানি দেখিলে – দেলের আশা পূর্ণ হইবে৷
স্বপ্নে আতর বিক্রেতা নিজকে দেখিলে – মানসম্মান বাড়িবে৷
স্বপ্নে আত্মহত্যা করিতে দেখিলে – সৎ কর্মে মনোযোগী হইবে৷
স্বপ্নে আকাশে উড়িতে দেখিলে – বিদেশ ভ্রমণ হইবে৷
স্বপ্নে আকাশে মেঘ দেখিলে – রুজি বৃদ্ধি হইবে৷
স্বপ্নে আজান দিতে দেখিলে – উন্নতি হইবে৷
স্বপ্নে আলেম লোক দেখিলে – সৎপথে চলিবে৷
স্বপ্নে আউলিয়া দরবেশ দেখিলে – ধন সম্পদ বৃদ্ধি হইবে৷
স্বপ্নে আল্লাহ্ খুশী দেখিলে – গুণাহ্ মাফ হইবে৷
স্বপ্নে আল্লাহর নূর দেখিলে – সব রকম মঙ্গল হইবে৷
স্বপ্নে আজান শুনা দেখিলে – বিপদে পড়ার লক্ষণ৷
স্বপ্নে আজান মসজিদে দিতে দেখিলে – সম্মান বৃদ্ধি ও বুযুর্গী লাভের আলামত৷
স্বপ্নে আজান ঘরে দিতে দেখিলে – ক্রমান্বয়ে গরীব হবার লক্ষণ৷
স্বপ্নে আজান শুইয়া দিতে দেখিলে – স্ত্রীর প্রতি ভালবাসা অত্যন্ত বৃদ্ধির নমুনা৷
স্বপ্নে আজান অশুদ্ধ দেয়া দেখিলে – অত্যাচারী হবে৷
স্বপ্নে আজান হাসতে হাসতে দেয়া দেখিলে – বহু কষ্ট পাবে ও মৃত্যু আসন্ন৷
স্বপ্নে আজান স্ত্রীর সঙ্গে দেওয়া দেখিলে – রোগাক্রান্ত হওয়ার আলামত৷
স্বপ্নে আজান জেলখানায় দিতে দেখিলে – বিপদ আসবে, খালাস পাইবার নমুনা৷
স্বপ্নে আরবী ভাষায় কথা বলা দেখিলে – মান-সম্মান বৃদ্ধির নমুনা৷
স্বপ্নে আল্লাহ্ কে অসন্তুষ্ট দেখিলে – গুরুতর ক্ষতির নিদর্শন৷
স্বপ্নে আল্লাহর নূর দেখিলে – আয় বৃদ্ধি, ইবাদত কবুল ও সৌভাগ্যের আলামত ৷
স্বপ্নে আল্লাহর অলীকে খুশী দেখিলে – সৌভাগ্যের আলামত ৷
স্বপ্নে আলেম লোক দেখিলে – সৎপথে পরিচালিত হবে৷
স্বপ্নে আলেমের সাথে মোসাফা করা দেখিলে – পূণ্য কাজে নিযুক্ত হবার লক্ষণ৷
স্বপ্নে আলেমকে খুশী দেখিলে – মনোবাঞ্ছা পূরণের নিদর্শন৷
স্বপ্নে আলেমকে নাখোশ দেখিলে – ধর্মীয় ব্যাপারে বিবাদের আশঙ্কা৷
স্বপ্নে আলেমকে নিজ গৃহে দেখিলে – ধর্মের প্রতি মন সুদৃঢ় হবে৷
স্বপ্নে আলেমের নিকট বিদ্যা শেখা দেখিলে – সৌভাগ্যের নিদর্শন৷
স্বপ্নে আলেমের সাথে উঠা বসা করতে দেখিলে – মান-সম্মান বৃদ্ধির নিদর্শন৷
স্বপ্নে আউলিয়াকে খুশী দেখিলে – গুরুত্বপূর্ণ পদ লাভের আলামত৷
স্বপ্নে আউলিয়াকে অসন্তুষ্ট দেখিলে – পদাবনতি হবার লক্ষণ৷
স্বপ্নে আকাশ পরিষ্কার দেখিলে – শান্তি লাভের লক্ষণ৷
স্বপ্নে আকাশ মেঘলা দেখিলে – বিপদাপদ ও রোগ-ব্যাধির আলামত৷
স্বপ্নে আকাশের দিকে উড়ে যেতে দেখিলে – ইহ-পরলৌকিক উন্নতির লক্ষণ৷
স্বপ্নে আকাশ হতে পড়ে যাওয়া দেখিলে – অপমানিত হওয়া ও কষ্টে পড়ার লক্ষণ৷
স্বপ্নে আকাশের দরজা উন্মুক্ত দেখিলে – দোয়া কবুল হবার নিদর্শন৷
স্বপ্নে আকাশ উপরে দেখতে না পাওয়া দেখিলে – বোজর্গ লোকের দেখা মিলবে৷
স্বপ্নে আকাশের কাছে পৌঁছে যাওয়া দেখিলে – বিদেশ গমনের আলামত৷
স্বপ্নে আকাশে আরোহণ করতে দেখিলে – আসন্ন মৃত্যুর লক্ষণ৷
স্বপ্নে আকাশ থেকে মাটিতে পড়তে দেখিলে – অমঙ্গলের নিশানা৷
স্বপ্নে আকাশের নিচে ঝুলে থাকতে দেখিলে – ব্যবসায়-বাণিজ্যে উন্নতির লক্ষণ৷
স্বপ্নে আকাশে খণ্ড খণ্ড মেঘ দেখিলে – অধিক ফসল জন্ম ও শান্তির লাভের চিহ্ন ৷
স্বপ্নে আকাশে আওয়াজ শোনা দেখিলে – দেশে সুখ-শান্তির লক্ষণ৷
স্বপ্নে আকাশ লাল বর্ণের দেখিলে দেখিলে – যুদ্ধ-বিগ্রহ ও মারামারির লক্ষণ৷
স্বপ্নে আকাশ সবুজ বর্ণের দেখিলে – অধিক বৃষ্টিপাতের আলামত৷
স্বপ্নে আকাশ কালো বর্ণের দেখিলে – দেশে দুর্ভিক্ষের আলামত৷
স্বপ্নে আকাশ আলোকিত দেখিলে – উন্নতির নিদর্শন৷
স্বপ্নে আকাশ থেকে বৃষ্টি পড়তে দেখিলে – পবিত্র স্থান দর্শনের আলামত ৷
স্বপ্নে আকাশ থেকে সর্প পড়তে দেখিলে – মহামারী ও দুর্ভিক্ষের আলামত৷
স্বপ্নে আয়্না দেখিলে – আত্মীয়ের নিকট থেকে সাহায্য লাভের লক্ষণ৷
স্বপ্নে আয়না ভাঙ্গা দেখিলে – বালা-মুছিবত ও গর্ভপাতের আলামত ৷
স্বপ্নে আয়্নায় নিজ চেহারা দেখিলে – বাসনা পূর্ণ ও মান-সম্মান লাভ করবে৷
স্বপ্নে আলু দেখিলে – দুর্ণামে পড়িবার লক্ষণ৷
স্বপ্নে আলু গাছে দেখিলে – দুঃখ-কষ্ট ও অশান্তির লক্ষণ৷
স্বপ্নে আওরাত দেখিলে – অভাব মোচন ও সুখ লাভের লক্ষণ৷
স্বপ্নে আওরেতের সাথে সহবাস করতে দেখিলে – ধনলাভ ও শত্রুজব্দের নিদর্শন৷
স্বপ্নে আওরাতকে তালাক দিতে দেখিলে – নেক কাজ ও অর্থ লাভের লক্ষণ৷
স্বপ্নে আওরাতকে গর্ভবতী দেখিলে – অর্থ প্রাপ্তি ও সম্মান লাভের আলামত৷
স্বপ্নে আওরাতের প্রতি জুলুম করতে দেখিলে – সুখ-শান্তি লাভের লক্ষণ৷
স্বপ্নে আতর বিক্রেতা দেখিলে – সরকারী পদ মর্যাদা লাভের আলামত ৷
স্বপ্নে আতর লাগাতে দেখিলে – সুন্দরী স্ত্রী লাভ ও দুনিয়াতে সুখে থাকবে৷
স্বপ্নে আতরওয়ালা দেখিলে – সম্পদ উপার্জনের নিদর্শন৷
স্বপ্নে আঙ্গুর দেখা ও খাওয়া দেখিলে – ধন লাভ ও উত্তম সন্তান জন্মের নিদর্শন ৷
স্বপ্নে আনার গাছ দেখিলে – রুজিতে বরকত ও বাবা হবার লক্ষণ৷
স্বপ্নে আনার গাছ লাগাতে দেখিলে – অর্থ প্রাপ্তি ও সুখ লাভের নিদর্শন৷
স্বপ্নে আরশ দেখিলে – সুনাম, সুখ্যাতি ও সৌভাগ্যের লক্ষণ৷
স্বপ্নে আমানতি টাকা পেতে দেখিলে – আত্মীয় দ্বারা অত্যাচারিত হবার লক্ষণ৷
আরও পড়ুন…
Duas Of The Quran-কুরআনের সব দু’আ
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!
ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।
বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।
যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।
আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )
ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )