Surah Nas
114) সূরা নাস – Surah Nas (মদীনায় অবতীর্ণ – Ayah 6)
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ مَلِكِ ٱلنَّاسِ إِلَٰهِ ٱلنَّاسِ مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ
( قُلْ বলো Say أَعُوذُ “আমি আশ্রয় চাই “I seek refuge , بِرَبِّ রবের নিকট in (the) Lord, ٱلنَّاسِ মানুষের (of) mankind )
( مَلِكِ মহা অধিপতির (নিকট) (The) King, ٱلنَّاسِ মানুষের (of) mankind)
( مِن হতে From, شَرِّ অমঙ্গল (the) evil, ٱلْوَسْوَاسِ কুমন্ত্রণার (of) the whisperer, ٱلْخَنَّاسِ আত্নগোপনকারী the one who withdraws )
( مِنَ মধ্য হতে From, ٱلْجِنَّةِ জিনের the jinn, وَٱلنَّاسِ ও মানুষের and men )
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
[…] ফাতিহা, সূরা এখলাছ, সূরা ফালাক্ব ও সুরাহ নাস পাঠ করা। (১ বার/৩ বার করে […]