113) সূরা ফালাক্ব – Surah Al-Falaq (মদীনায় অবতীর্ণ – Ayah 5)

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

 

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ  مِن شَرِّ مَا خَلَقَ  وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ  وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ  وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ 

 
 
(1 قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, Say: I seek refuge with the Lord of the Dawn.
(  قُلْ বলো Say,  أَعُوذُ “আমি আশ্রয় চাই “I seek refuge,  بِرَبِّ স্রষ্টার নিকট in (the) Lord, ٱلْفَلَقِ প্রভাতের (of) the dawn )
 
 
(2 مِن شَرِّ مَا خَلَقَ তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, From the mischief of created things;

( مِن হতে From , شَرِّ অনিষ্ট (the) evil,  مَا যা (of) what,  خَلَقَ তিনি সৃষ্টি করেছেন He created)

 
(3 وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, From the mischief of Darkness as it overspreads;

( وَمِن এবং হতে And from,  شَرِّ অনিষ্ট (the) evil,  غَاسِقٍ রাতের অন্ধকারের (of) darkness,  إِذَا যখন when, وَقَبَ তা গভীর হয় it settles )

 
(4 وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে From the mischief of those who practise secret arts;
( وَمِن এবং হতে And from,  شَرِّ অনিষ্ট (the) evil, ٱلنَّفَّٰثَٰتِ ফুঁকদানকারীর (রাতের) অনিষ্ট (of) the blowers,  فِى মধ্যে in,  ٱلْعُقَدِ গিঁটগুলোর the knots )
 
 
(5 وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। And from the mischief of the envious one as he practices envy.

( وَمِن এবং হতে And from,  شَرِّ অনিষ্ট (the) evil , حَاسِدٍ হিংসুকের (of) an envier,  إِذَا যখন when, حَسَدَ সে হিংসা করে” he envies”)

 

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।