taqwa/তাকওয়া
taqwa/তাকওয়া
taqwa/তাকওয়া অর্থ হলো, যেসব জিনিস থেকে, যেসব কাজকর্ম থেকে আল্লাহ ও তার রাসূল (সা.) নিষেধ করেছেন, সেসব থেকে বেঁচে থাকা। এসব জিনিসের কল্পনাও যদি চলে আসে, তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। পক্ষান্তরে যেসব হকুম ইসলাম দিয়েছে, সেসব অক্ষরে অক্ষরে মেনে চলা। taqwa/তাকওয়া একটি বিশেষ গুণের নাম। তাকওয়া একটি বিশেষ গুণ, একটি স্বকীয় বৈশিষ্ট্য, একটি স্বভাব-প্রকৃতি, একটি চরিত্রগুণ।
ইবাদত এক জিনিস আর taqwa/তাকওয়া অন্য জিনিস। তাকওয়া মানসিকতার নাম। মানুষ ইবাদত তো করছেই, কিন্তু আচার-অনুষ্ঠানে, ক্রোধের মুহূর্তে এবং জাগতিক বিষয়াবলিতে মানুষের কর্ম ও জীবনাচার অবিশ্বাসপূর্ণই থেকে যাচ্ছে। তাই এর নাম তাকওয়া নয়। অনুরূপভাবে কেবল অনুসরণ-আনুগত্যে লেগে যাওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা তাকওয়া নয় বরং taqwa/তাকওয়া হলো এ সবের মানসিকতা ও অভ্যাস তৈরি হয়ে যাওয়া।
এ জন্য আল্লাহ ইবাদত বা অন্য কিছুর কথা না বলে taqwa/তাকওয়ার কথা বলেছেন। অর্থাৎ ইবাদতে লিপ্ততা যেন কোনো স্বার্থপরতা কিংবা প্রবৃত্তিপূজার কারণে না হয় বরং আল্লাহকে ভয় করে হয়। এটা যেন মানসিকতা ও স্বভাবে পরিণত হয়। সুতরাং taqwa/তাকওয়া অর্থ কোনো কাজ করার আগেই মানুষ চিন্তা করবে, এ কাজটি কেমন? একি আল্লাহকে সন্তুষ্ট করবে, না অসন্তুষ্ট করবে?
কোরআনের বিভিন্ন জায়গায় taqwa/তাকওয়া অর্জনের তাগিদ দেওয়া হয়েছে। taqwa/তাকওয়ার সবচেয়ে ভালো সংজ্ঞা দিয়েছেন বিশিষ্ট সাহাবি উবাই ইবনে কাব (রাঃ)। একবার উমর (রাঃ) উবাই ইবনে কাব (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, taqwa/তাকওয়া কী? উবাই ইবনে কাব (রাঃ) বলেন, আপনি কি কখনো কাঁটা বিছানো পথে হেঁটেছেন? উমর (রাঃ) বলেন, হ্যাঁ। উবাই ইবনে কাব (রাঃ) বলেন, (কাঁটা বিছানো পথে) আপনি কিভাবে হেঁটেছেন? উমর (রাঃ) বলেন, খুব সাবধানে, কষ্ট সহ্য করে হেঁটেছি, যাতে আমার শরীরে কাঁটা বিঁধে না যায়। উবাই ইবনে কাব (রাঃ) বলেন, এটাই হচ্ছে taqwa/তাকওয়া। (তাফসিরে কুরতুবি, ইবনে কাসির) কাঁটাযুক্ত পথে কাঁটা থেকে বাঁচার জন্য মানুষ যেভাবে সতর্ক হয়ে চলে, ঠিক সেভাবে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ যা নিষিদ্ধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য আল্লাহ যা ভালোবাসেন, সেই অনুযায়ী আমল করার নাম taqwa/তাকওয়া। মূলত taqwa/তাকওয়া অন্তরের গুরুত্বপূর্ণ ইবাদত। সহজ বাংলায় বলা হয় আল্লাহভীতি।
taqwa/তাকওয়া হচ্ছে সব ভালো কাজের উৎস, পুণ্য কাজের জন্য পথের দিশারি। taqwa/তাকওয়া হচ্ছে ভালো কাজের মাধ্যমে আল্লাহর আজাব থেকে বেঁচে থাকা। আগের ও পরের সব উম্মতকে taqwa/তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ‘আর নিশ্চয়ই আমি নির্দেশ দিয়েছিলাম তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং তোমাদেরও; যেন তোমরা তাকওয়া অবলম্বন করো।’ (সুরা : নিসা, আয়াত : ১৩১)
taqwa/তাকওয়ার তিনটি স্তরঃ
(১) হারাম থেকে বেঁচে থাকা।
taqwa/তাকওয়ার উপকারিতাঃ
(১) আল্লাহর সাহায্য ও নৈকট্য পাওয়া যায়।
(২) শেষ পরিণাম ভালো হয়।
(৩) উত্তম প্রতিদান পাওয়া যায়।
(৪) সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়।
(৫) দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জিত হয়।
(৬) উপকারী ইলম অর্জনে সহায়ক হয়।
(৭) সত্য ও বিশুদ্ধ বিষয় পেতে সহায়ক হয়।
(৮) অফুরন্ত রিজিক পাওয়া যায়।
(৯) জান্নাত পাওয়া যায়।
(১০) জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়।
আইডিসির সাথে যোগ য়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!
ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।
বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।
যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।
আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )
ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )