We all want an ethical society – আমরা সবাই একটি নৈতিক সমাজ চাই
We all want an ethical society – আমরা সবাই একটি নৈতিক সমাজ চাই
সমাজ কি ? সমাজ বলতে মূলত এমন এক ব্যবস্থা বোঝায়, যেখানে একাধিক চরিত্র একত্রে কিছু নিয়ম-কানুন প্রতিষ্ঠা করে একত্রে বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলে। মানুষের ক্ষেত্রে একাধিক ব্যক্তি একত্র হয়ে লিখিত কিংবা অলিখিত নিয়ম-কানুন তৈরি করে; এরকম একত্র বসবাসের অবস্থাকে সমাজ বলে।
সমাজ কেন প্রয়োজন ?
সমাজ হলো মানুষের জীবন যাপনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মানুষ সমাজবদ্ধ জীব। তার জন্য মানুষের জন্ম থেকে বড় হয়ে ওঠা থেকে মৃত্যু পর্যন্ত সকল সময় সমাজকে কেন্দ্র করে গড়ে ওঠে।
সমাজের জনগোষ্ঠির সুবিধা বিতরণ ও নিয়ন্ত্রণ সাহায্য করে থাকে। সব সময় সমাজ মানুষকে একত্রিক করে থাকে। সমাজ কেন প্রয়োজন জানতে নিচের অংশ গুলো দেখুন।
সমাজের গঠনপ্রণালি (Formation of a Society)
মানুষ সমাজে বাস করে। কিন্তু কখন, কীভাবে মানুষ সমাজে বাস করা শুরু করেছে, কখন হতে সমাজের উৎপত্তি তার কোনো প্রমাণ নেই। তবে সমাজ বিজ্ঞানীগণ এ ব্যাপারে একমত যে, জন্মলগ্ন হতেই মানুষ সমাজ গঠন করেছে এবং সমাজের ক্রমবিকাশ ও সমাজ গঠনে বিভিন্ন উপাদান কাজ করেছে। নিচে সমাজ গঠনের বিভিন্ন উপাদানগুলো আলোচনা করা হলো :
(১) পরিবার
পরিবারই হলো সমাজ গঠনের প্রথম ধাপ। মানুষের সঙ্গলাভ ও নিরাপত্তার উপর ভিত্তি করে পরিবারের জন্ম। পরিবারের সদস্যদের মধ্যে আদান-প্রদান ও সহযোগিতার জন্য পরনির্ভরশীলতা দেখা দেয়। এ পরনির্ভরশীলতা হতেই সমাজ সৃষ্টির প্রেরণা।
(২) গোষ্ঠী
সমাজ গঠনে গোষ্ঠীর ভূমিকা যথেষ্ট। কেননা এক পরিবার বৃদ্ধি হয়ে বিভিন্ন পরিবারের সৃষ্টি হয়। বিভিন্ন পরিবারকে একত্রে গোষ্ঠী বলে। রক্তের সম্পর্ক এবং আত্মীয়তার বন্ধন হলো গোষ্ঠীর ভিত্তি। এভাবে বিভিন্ন পরিবার গোষ্ঠীতে পরিণত হয়ে একটি সমাজে পরিণত হয়।
(৩) উপজাতি
কালক্রমে গোষ্ঠী বৃদ্ধি পেয়ে বহু গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। বিভিন্ন গোষ্ঠীর লোকজন ভিন্ন ভিন্ন পেশা অবলম্বন করে। একই জাতীয় পেশা ও চালচলনের উপর ভিত্তি করে বিভিন্ন সম্প্রদায়ের জন্ম হয়। এমনি বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীকে উপজাতি বলে। সমাজ গঠনে উপজাতির প্রভাবও যথেষ্ট।
(8) ধর্ম
ধর্মও সমাজ গঠনের এক উল্লেখযোগ্য উপাদান। উপজাতি বৃদ্ধি পেয়ে অনেক উপজাতিতে রূপ নিলে পরিবার ও গোষ্ঠীর আত্মীয়তার বন্ধন এবং রক্তের সম্পর্ক শিথিল হয়ে পড়ে। ফলে সমাজে অনাচার, ব্যভিচার ইত্যাদি নেমে আসে। তখন সামাজিক সেতু হিসেবে ধর্মের আবির্ভাব হলে উপজাতিসমূহ নতুনভাবে ধর্মের বন্ধনে আবদ্ধ হয় ও সমাজ গঠন করে। এভাবেই ধর্ম সমাজ গঠনে ভূমিকা রাখে।
(৫) সামাজিক ও রাজনৈতিক চেতনা
ধর্মকে কেন্দ্র করে সমাজ এবং সম্প্রদায় বিস্তৃতির সাথে সাথে মানুষের মধ্যে রাজনৈতিক ও সামাজিক চেতনা জাগ্রত হয়। ফলে ধর্মের বন্ধনও শিথিল হয়ে আসে। ধীরে ধীরে মানুষ বুঝতে পারে যে, সুশৃঙ্খল সমাজ জীবনের জন্য সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজন। সুতরাং যুগে যুগে মানুষ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলে এবং আধুনিক সমাজ ব্যবস্থা গঠন করে।
(৬) অর্থনৈতিক কাজকর্ম
মানুষের অর্থনৈতিক কাজকর্ম সমাজ গঠনের বিশিষ্ট উপাদান। অতীতে এক সময় মানুষ পশুপালন ছেড়ে কৃষিকাজ শুরু করলে তাদের আয় উন্নতি বেড়ে যায়। ফলে মানুষের মাঝে অর্থনৈতিক চেতনা জাগ্রত হয় এবং ধনসম্পদ রক্ষার জন্য সমাজ গড়ে তোলে। আজকের দিনেও অর্থনৈতিক স্বার্থই হলো রাষ্ট্রীয় সমাজ গঠনের মূল প্রেরণা। অর্থনীতির জন্যই বর্তমান বিশ্বসমাজে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। সুতরাং মানুষের অর্থনৈতিক কাজকর্ম সমাজ গঠনের অন্যতম উপাদান।
আমি সেই সমাজ বিরোধী ।
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!
ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।
বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।
আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 (নগদ/বিকাশ পার্সোনাল) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )