27 পারার ৫ম পেইজ / 27para-05page – নূরানী হাফেজী কোরআন শরীফ

27para-05page

 

53) সূরা আন-নাজম – Surah An-Najm (মক্কায় অবতীর্ণ – Ayah 62)

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

 

(1 وَالنَّجْمِ إِذَا هَوَى

 

নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।

By the Star when it goes down,-

 

(2 مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى

 

তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।

Your Companion is neither astray nor being misled.

 

(3 وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى

 

এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।

Nor does he say (aught) of (his own) Desire.

 

(4 إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى

 

কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।

It is no less than inspiration sent down to him:

 

(5 عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى

 

তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা,

He was taught by one Mighty in Power,

 

(6 ذُو مِرَّةٍ فَاسْتَوَى

 

সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল। Endued with Wisdom: for he appeared (in stately form);

 

(7 وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَى

 

উর্ধ্ব দিগন্তে, While he was in the highest part of the horizon:

 

(8 ثُمَّ دَنَا فَتَدَلَّى

 

অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল। Then he approached and came closer,

 

(9 فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى

 

তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।

And was at a distance of but two bow-

lengths or (even) nearer;

 

(10 فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى

 

তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।

So did ((Allah)) convey the inspiration to His Servant- (conveyed) what He (meant) to convey.

 

(11 مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى

 

রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।

The (Prophet’s) (mind and) heart in no way falsified

that which he saw.

 

(12 أَفَتُمَارُونَهُ عَلَى مَا يَرَى

 

 

তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে?

Will ye then dispute with him concerning what he saw?

06para-09page

(13 وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى

 

নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল,

For indeed he saw him at a second descent,

 

(14 عِندَ سِدْرَةِ الْمُنْتَهَى

 

সিদরাতুলমুন্তাহার নিকটে,

Near the Lote-tree beyond which none may pass:

 

(15 عِندَهَا جَنَّةُ الْمَأْوَى

 

যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।

Near it is the Garden of Abode.

 

(16 إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى

 

যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।

Behold, the Lote-tree was shrouded (in mystery unspeakable!)

 

(17 مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَى

 

তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।

(His) sight never swerved, nor did it go wrong!

 

(18 لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى

 

নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।

For truly did he see, of the Signs of his Lord, the Greatest!

 

(19 أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّى

 

তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।

Have ye seen Lat. and ‘Uzza,

 

(20 وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَى

 

এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে?

And another, the third (goddess), Manat?

 

(21 أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنثَى

 

পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য

? What! for you the male sex, and for Him, the female?

 

(22 تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَى

 

এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন।

Behold, such would be indeed a division most unfair!

 

(23 إِنْ هِيَ إِلَّا أَسْمَاء سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللَّهُ بِهَا مِن سُلْطَانٍ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنفُسُ وَلَقَدْ جَاءهُم مِّن رَّبِّهِمُالْهُدَى

 

এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।

These are nothing but names which ye have devised,- ye and your fathers,- for which Allah has sent down no authority (whatever). They follow nothing but conjecture and what their own souls desire!- Even though there has already come to them Guidance from their Lord!

 

(24 أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّى

 

মানুষ যা চায়, তাই কি পায়?

Nay, shall man have (just) anything he hankers after?

 

(25 فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَى

 

অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে। But it is to Allah that the End and the Beginning (of all things) belong.

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 (নগদ/বিকাশ পার্সোনাল) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী

( এম. এ. ইন ইংলিশ )