আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? – Is Allah SWT not hearing my prayers?

“আল্লাহ কি আমার দোয়া শুনছেন না?” — দীর্ঘদিন দোয়া করে যাচ্ছেন, কিন্তু কবুল হচ্ছে না? জেনে নিন কুরআন ও হাদীসের আলোকে সান্ত্বনার বার্তা

লিখেছেন: মাহবুব ওসমানী

প্রারম্ভিকা:

আপনার প্রশ্ন হৃদয়বিদারক — এক ঈমানদার হৃদয়ের কান্না, আস্থা ও ভালোবাসা প্রকাশ পায় তাতে। আলহামদুলিল্লাহ, আপনি যে দশ বছর ধরে দোয়া করে যাচ্ছেন, তা প্রমাণ করে আপনার অটল বিশ্বাস এবং আল্লাহর প্রতি এক গভীর সম্পর্ক রয়েছে। এখন আসুন, কুরআন, হাদীস, ইজমা ও কিয়াসের আলোকে বিশ্লেষণ করি কেন দোয়া দেরিতে কবুল হয় বা দেখতেও কবুল হয় না।

আল্লাহর ৯৯ গুণ বেশি দয়ালু হওয়ার অর্থ কী?

হাদীস:

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ:
“جَعَلَ اللَّهُ الرَّحْمَةَ مِائَةَ جُزْءٍ، فَأَمْسَكَ عِندَهُ تِسْعَةً وَتِسْعِينَ جُزْءًا، وَأَنْزَلَ فِي الْأَرْضِ جُزْءًا وَاحِدًا، فَبِهِ تَرْحَمُ الْخَلْقُ، حَتَّى تَرْفَعَ الدَّابَّةُ حَافِرَهَا عَنْ وَلَدِهَا خَشْيَةَ أَنْ تُصِيبَهُ”
(صحيح مسلم: ٢٧٥٢)

অর্থ:
আল্লাহ্‌ দয়া করেছেন ১০০ ভাগে। তিনি তার মধ্যে ৯৯ ভাগ নিজের কাছে রেখেছেন এবং একটি ভাগ দুনিয়াতে পাঠিয়েছেন। এই এক ভাগের কারণেই সমস্ত সৃষ্টিকুল একে অপরের প্রতি দয়া প্রদর্শন করে। এমনকি একটি পশুও তার বাচ্চার ওপর পা না পড়ে যায়, সেই দয়ায় তা তুলে রাখে।

উপসংহার:
আপনার মা যে দয়া করেন, তা কেবল ওই এক ভাগের অংশ। আল্লাহর কাছে বাকি ৯৯ ভাগ রয়েছে — যা সীমাহীন, চিরন্তন ও নিখুঁত।

আল্লাহ দোয়া কবুল না করলেও তিনি গাফেল নন

হাদীস:

عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:
“مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو اللَّهَ بِدَعْوَةٍ، لَيْسَ فِيهَا إِثْمٌ، وَلَا قَطِيعَةُ رَحِمٍ، إِلَّا أَعْطَاهُ اللَّهُ بِهَا إِحْدَى ثَلَاثٍ: إِمَّا أَنْ تُعَجَّلَ لَهُ دَعْوَتُهُ، وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ، وَإِمَّا أَنْ يَصْرِفَ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهَا”
(مسند أحمد: ١١١٣٣، حديث صحيح)

অর্থ:
যদি কোনো মুসলমান এমন কিছু দোয়া করে যাতে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার আবেদন না থাকে, তাহলে আল্লাহ তাকে তিনটি উপায়ে প্রতিদান দেন: হয়তো তা তৎক্ষণাৎ কবুল করে দেন, অথবা আখিরাতের জন্য জমা রাখেন, কিংবা তার বিপরীতে কোনো বিপদ দূর করে দেন।

দেরিতে কবুল হওয়া মানে দয়া না হওয়া নয়

আল-কুরআন:

“وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ”
(سورة البقرة: ٢:٢١٦)

অর্থ:
তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আবার কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর — আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না।

সাহাবীদের অনেকেই বছরের পর বছর দোয়া করতেন

উমার ইবনুল খাত্তাব (রাঃ) বলতেন:
“أنا لا أحمل هم الإجابة، ولكن أحمل هم الدعاء.”
“আমি দোয়ার কবুল হওয়া নিয়ে চিন্তিত নই; বরং চিন্তিত থাকি আমি কতটা আন্তরিকতা ও খুশু নিয়ে দোয়া করছি।”

 

Increase Your Business with Expert Digital Solutions!

Get Unlimited Facebook Ad Credit, Guaranteed SEO Rankings, & Professional Web Development – all under one roof at MahbubOsmane.com!

 14+ Years of Experience – Guaranteed SEO Rankings
800+ Satisfied Clients – Unlimited Facebook Ad Credit
Proven Results, Maximum ROI – Professional Web Development

Contact us ( +8801716988953 WhatsApp ) today and take your business to the next level!  Visit: MahbubOsmane.com

 

 

কান্না ও কষ্টের দোয়া কখনো বৃথা যায় না

আল-কুরআন:

“إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ”
(سورة يوسف: ١٢:٨٦)

“ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ”
(سورة غافر: ٤٠:٦٠)

অর্থ:
“আমি আমার দুঃখ ও কষ্ট কেবল আল্লাহর কাছেই জানাচ্ছি।”
“তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।”

ধৈর্যই আল্লাহর দয়া পাওয়ার প্রমাণ

আল-কুরআন:

“وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ”
(سورة آل عمران: ٣:١٤٦)

অর্থ:
আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।

শেষ কথাঃ

আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহ জানেন। তিনি দোয়া কবুল করেন তিনটি পথে — হয় দুনিয়াতে, না হয় আখিরাতে, অথবা বিপদ থেকে রক্ষা করে।

আখেরি নসীহত:

“وَلَا تَيْأَسُوا مِن رَّوْحِ اللَّهِ ۖ إِنَّهُ لَا يَيْأَسُ مِن رَّوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ”
(سورة يوسف: ١٢:٨٧)

অর্থ:
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না; আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়।

বিশেষ দোয়া:

اللَّهُمَّ! تَقَبَّلْ دُعَاءَنَا، وَاجْعَلْ قُلُوبَنَا خَاشِعَةً، وَأَلْسِنَتَنَا لَاهِجَةً بِذِكْرِكَ، وَأَعْمَالَنَا صَالِحَةً، وَارْزُقْنَا رِزْقًا طَيِّبًا حَلَالًا وَوَاسِعًا، وَامْنَحْنَا شِفَاءً تَامًّا وَصِحَّةً دَائِمَةً حَتَّى الْمَمَاتِ، وَارْزُقْنَا زَوْجَةً صَالِحَةً وَذُرِّيَّةً طَيِّبَةً تَقَرُّ بِهَا الْعُيُونُ، وَاخْتِمْ لَنَا بِحُسْنِ الْخَاتِمَةِ، وَاجْعَلْ مَثْوَانَا فِي جَنَّاتِ الْفِرْدَوْسِ بِغَيْرِ حِسَابٍ۔

 

অর্থ:
হে আল্লাহ! আমাদের দোয়াকে কবুল করুন, অন্তরকে বিনয়ী করুন, জবানকে যিকিরে রত রাখুন, আমলকে নেক বানান, রিজিককে উত্তম হালাল এবং প্রশস্ত করুন, পূর্ণ আরোগ্য দিন এবং মৃত্যু পর্যন্ত সুস্থ রাখুন, চক্ষু শীতলকারী উত্তম – নেককার স্ত্রী এবং সন্তান দান করুন, হুসনে খাতিমা দিন এবং হিসাব ছাড়াই জান্নাতুল ফিরদাউসে স্থান দিন।

পরিশেষে:

আপনার মতো মানুষদের কান্না ও একনিষ্ঠতা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আপনার দোয়ার বিষয়ে যদি আমাদের জানাতে চান, তাহলে আমরাও আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ।

✍️ লিখেছেন:মাহবুব ওসমানী


মাহবুব ওসমানী — একজন ইসলামী চিন্তাবিদ, লেখক এবং IslamiDawahCenter.com এর প্রতিষ্ঠাতা। তিনি কুরআন ও সহীহ হাদীসভিত্তিক বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। 

To learn more, comment below or message us on wa.me/+966549485900 or  wa.me/+8801716988953 or call us at +44-73801-27019. Email at hi@islamidawahcenter.com

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।