The Lowest Area On Earth Mentioned In Quran – পবিত্র কুরআনে পৃথিবীর সবচেয়ে নিচু স্থানের নাম

 

The Lowest Area On Earth Mentioned In Quran

 

 

পবিত্র কুরআনে সূরা আর-রুম  এর ২-৩ নাম্বার আয়াতে মহান আল্লাহ তা’য়ালা বলেন, 

غُلِبَتِ الرُّوۡمُ ۙ 
রোমকরা পরাজিত হয়েছে,

 

فِیۡۤ اَدۡنَی الۡاَرۡضِ وَہُمۡ مِّنۡۢ بَعۡدِ غَلَبِہِمۡ سَیَغۡلِبُوۡنَ ۙ 

নিম্নতর অঞ্চলে এবং তারা তাদের পরাজয়ের পর অতিসত্বর বিজয়ী হবে,

 

আল্লাহ তা’য়ালা এই আয়াতের মাধ্যমে একটি ভবিষ্যদ্বাণী এবং একটি বৈজ্ঞানিক তত্ত্ব দান করছেন। অনেক অনুবাদকগন এই আয়াতের অনুবাদ করতে গিয়ে লিখে থাকেন ‘সবচেয়ে নিকটবর্তী স্থানে’। কিন্তু এই অর্থটি মোটেও যথার্থ নয়। এখানে যে আরবি শব্দ ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ‘আদনা(اَدۡنَی)’। যার সঠিক অর্থ হচ্ছে ‘সর্বনিম্ন’। ‘নিকটবর্তী’ সংজ্ঞা দেওয়ার জন্য ‘আদনা(اَدۡنَی)’ শব্দটি খুব কমই ব্যবহৃত হয়।আপনারা এই ‘আদনা(اَدۡنَی)’ শব্দটির অর্থ বিভিন্ন ‘বাংলা থেকে আরবি’ বা ‘ইংরেজি থেকে আরবি’ অথবা ‘গুগোল ট্রান্সলেটর’ ব্যবহার করে দেখতে পারেন।

The Lowest Area On Earth Mentioned In Quran

 

এখানে গুগল ট্রান্সলেটরে ‘আরবি টু বাংলা’ তে গিয়ে ‘আদনা(اَدۡنَی)’ লিখে সার্চ করলে এর বাংলা আসে ‘সর্বনিম্ন’। আবার ‘আরবি টু ইংরেজী’ তে গিয়ে সার্চ করলে ইংরেজী আসে ‘minimum’।

তাহলে পবিত্র কুরআন এই ‘আদনা’ শব্দের অর্থ বুঝাচ্ছে ‘সর্বনিম্ন স্থান’, নিকটবর্তী স্থান নয়।

এখন দেখা যাক, এই আয়াতটি কেন নাযিল হয়েছিল এবং কোথায় রোমানরা পরাজিত হয়েছিল-

রোমানদের সাথে একবার পারস্যের যুদ্ধ সংঘটিত হয় এবং যুদ্ধে রোমানরা পরাজিত হয়।রোমানদের পরাজয়ে মক্কার কাফির-মুশরিকরা খুবই আনন্দিত হয়েছিল। কারণ পারস্যরা ছিল পৌত্তলিক এবং মক্কার কাফির ও মুশরিকরাও ছিল পৌত্তলিক। এইজন্য তারা খুবই খুশি হয়েছিল এবং মক্কার মুসলমানদের বলতো, আমরাও এইভাবে মুসলমানদের সাথে যুদ্ধে বিজয় লাভ করব। তাদের এইরকম কথায় মক্কার মুসলমানরা কিছুটা ভীত হয়েছিল এবং তারা অত্যন্ত কষ্টও পেয়েছিল। এসময় মহান আল্লাহ তা’য়ালা একটি সুসংবাদ স্বরূপ এই আয়াত নাযিল করেন।

রোমান যে স্থানে পরাজিত হয়েছিল সেটি হচ্ছে লোহিত সাগর যাকে মৃত সাগরও বলা হয়। এই লোহিত সাগরের তীরে রোমান ও পারস্যের যুদ্ধ সংঘটিত হয় এবং রোমানরা পরাজিত হয়।আর এই স্থানকেই মহান আল্লাহ তা’য়ালা বলেছেন সবচেয়ে নিচু স্থান বা আদনা। আর বিজ্ঞান ও আমাদেরকে এখন একই কথা বলছে।

বিজ্ঞান আমাদের বলছে লোহিত সাগরের কিনারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচু স্থান যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৩ মিটার নিচু।

The Lowest Area On Earth Mentioned In Quran

তাছাড়া এই আয়াতে আল্লাহ তা’য়ালা বলেছেন, রোমানরা অচিরেই বিজয় লাভ করবে। আর দেখা যায়, রোমানরা যেদিন পরাজিত হয়েছিল তার ঠিক ৯ বছর পরে তারা পারস্যের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় লাভ করে।

এই ভবিষ্যদ্বাণীটি কুরআনের এই আয়াত নাজিলের ৯ বছরের মাথায় সত্য প্রমাণিত হয়।

Post Credit: https://shottanneshon.blogspot.com/

IDC Partner

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 (নগদ/বিকাশ পার্সোনাল) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )