ব্যাংকে রাখা ফিক্সড ডিপোজিটের উপর কি প্রতি বছর যাকাত আবশ্যক? – Zakat on Fixed Deposit – সমিতির টাকার ওপর জাকাত আসবে কি?

আমি গত বছর 600000 টাকা ব্যাংকে ফিক্সড করি। ছয় বছর পর ফেরত পাব ইনশাআল্লাহ। গত বছরই ফিক্সড করা 600000 টাকার যাকাত আদায় করেছি। এবারও কি ওই 600000 টাকার যাকাত আদায় করতে হবে ? জানালে উপকৃত হব। যাযাক  আল্লাহ।

উত্তর

بسم الله الرحمن الرحيم

উক্ত জমা টাকার উপর যাকাত আবশ্যক। তবে আদায় করা আবশ্যক হবে হাতে আসার পর। অর্থাৎ যখন উক্ত টাকা আপনার হাতে আসবে ছয় বছর পর তখন পিছনের ছয় বছরের যাকাত আদায় করা আবশ্যক।

যেহেতু এর   যাকাত দিতেই হবে। তাই প্রতি বছর এর যাকাত আদায় করে দেয়াই যুক্তি সঙ্গত।

তাই আপনি গত বছরের মত এ বছরের যাকাতও আদায় করে দিন।

عن عبد الله بن دينار عن ابن عمر رضى الله عنه قال: زكوا ما كان فى أيديكم، وما كان من دين فى ثقة، فهو بمنزلة ما فى أيديكم (السنن الكبى للبيهق، كتاب الزكاة، باب زكاة الدين إذا كان على معسر وجاحد-6\69، رقم-7717)

عن الليث بن سعد أن عبد الله بن عباس وعبد الله بن عمر رضى الله عنهما قالا: من أسلف مالا فعليه زكاته فى كل عام، إذا كان فى ثقة (السنن الكبرى للبيهقى، كتاب الزكاة، باب الدن مع الصدقة-6\68، رقم-7713)

ففى القوى تجب الزكاة إذا حال الحول ويتراخى القضا إلى أن يقبض أربعين درهما فيها درهم وكذا فيما زاد بحسابه الخ (البحر الرائق، كتاب الزكاة-2\363)

والله اعلم بالصواب

উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

ফিক্সড ডিপোজিটে রাখা টাকার যাকাত দিতে হবে কি? – Zakat on Fixed Deposit 

প্রশ্ন: আমি একটি ব্যাংকে চার লক্ষ টাকা তিন বছর মেয়াদী চুক্তিতে ‘ফিক্সড ডিপোজিট’ রেখেছিলাম। যেহেতু চাইলেই তিন বছরের আগে ঐ টাকা পাব না, তাই আমি ঐ টাকার যাকাত দিইনি। মনে করেছি, আমাকে এর যাকাত দিতে হবে না। কিন্তু কয়েকদিন আগে শুনেছি যে, ঐ টাকারও নাকি যাকাত দিতে হবে। আমার প্রশ্ন হল-

ক. আসলেই কি আমাকে ঐ টাকার যাকাত দিতে হবে?
খ. যদি যাকাত দিতে হয় তাহলে আমি বিগত তিন বছরের যাকাত একত্রে কীভাবে আদায় করব?

জবাব: ক. ফিক্সড ডিপোজিট থাকলেও আপনাকে প্রতি বছর ঐ টাকার যাকাত আদায় করতে হবে। কারণ ঐ টাকার পূর্ণ মালিক আপনিই। আর যাকাত ফরয হওয়ার জন্য টাকা হাতে থাকা শর্ত নয়। কারো কাছে বা কোনো প্রতিষ্ঠানে জমা রাখলে সেই টাকারও যাকাত দিতে হয়। সুতরাং বছর পূর্ণ হলেই অন্যান্য সম্পদের সাথে উক্ত টাকারও যাকাত দিতে হবে। -ফাতাওয়া খানিয়া ১/২৫৭; আননাহরুল ফায়েক ১/৪১৬

খ. চার লক্ষ টাকার তিন বছরের যাকাত একসাথে দিতে হলে, আপনাকে প্রথম বছর চার লক্ষ টাকার যাকাত দশ হাজার টাকা দিতে হবে। দ্বিতীয় বছর চার লক্ষ টাকা থেকে দশ হাজার টাকা বাদ দিয়ে তিন লক্ষ নব্বই হাজার টাকার যাকাত ৯,৭৫০/- টাকা দিতে হবে। তৃতীয় বছর তিন লক্ষ নব্বই হাজার টাকা থেকে ৯,৭৫০/- টাকা বাদ দিয়ে তিন লক্ষ আশি হাজার দুই শত পঞ্চাশ টাকার যাকাত ৯,৫০৬/- টাকা যাকাত দিতে হবে। এভাবে চার লক্ষ টাকার তিন বছরের যাকাত মোট ২৯,২৫৬/- টাকা দিতে হবে।

প্রকাশ থাকে যে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে অতিরিক্ত অর্থ ভোগ করা জায়েয নয়। এক্ষেত্রে অতিরিক্ত অর্থ সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দেওয়া আবশ্যক। -কিতাবুল আছল ২/৫৯; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২৩২

 

সমিতির টাকার ওপর জাকাত আসবে কি?
জিজ্ঞাসা : আমরা দশ বন্ধু মিলে একটি সমিতি করেছি। গত বছর তাতে ১ লাখ টাকা জমা হয়েছে। প্রত্যেকের ১০ হাজার টাকা করে। জানার বিষয় হলো, আমাদের এই সম্মিলিত টাকার ওপর কি জাকাত ফরজ হবে?
-খন্দকার আবদুল্লাহ, ঢাকাজবাব : সমিতির মোট জমা টাকার ওপর জাকাত ফরজ নয়। তবে কোনো সদস্যের কাছে যদি সমিতির টাকাসহ জাকাতযোগ্য আরও সম্পদ থাকে এবং উভয়টি মিলে নেসাব (সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রুপা) পরিমাণ হয়ে যায়, কিংবা সমিতিতে তার যতটুকু টাকা আছে সেটিই নেসাব পরিমাণ হয় তা হলে তার ওপর জাকাত ফরজ।প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই সমিতিতে আপনাদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে জমা আছে, যা জাকাতের নেসাব সমপরিমাণ নয়। তাই শুধু এ টাকার কারণে কারও ওপর জাকাত আসবে না। তবে কোনো সদস্যের কাছে যদি ওই টাকার সঙ্গে আরও টাকা বা জাকাতযোগ্য সম্পদ থাকে এবং উভয়টি মিলে নেসাব পরিমাণ হয়ে যায় তা হলে পৃথকভাবে ওই ব্যক্তির ওপর জাকাত ফরজ হবে। (কিতাবুল আসল : ২/৬৭; শরহু মুখতাসারিত তাহাবি : ২/২৫১; আলমাবসুত, সারাখসি : ২/১৫৩; ফাতাওয়া হিন্দিয়া : ১/১৮১; আলবাহরুর রায়েক : ২/২১৬; আদ্দুররুল মুখতার : ২/৩০৪; আল-কাউসার : ৮-২০২১)

সমিতির টাকার জাকাত আছে কি?

জিজ্ঞাসা–: আমি একজনের কাছে ৫০০০০/-অন্য একজনের কাছে ৪৮০০০/-পাওনা আছি। আমাদের একটা সমিতি আছে সেখানে আমার ১৫০০০০/- টাকা জমা আছে। সমিতির টাকা ব্যাংকে জমা রাখা, কোন কাজ করা হয় না। আমার কি জাকাত দেয়া লাগবে? আর কতো টাকা দিতে হবে?

জবাব: যদি কারো নিকট ৫২.৫ তোলা (৬১২.৩৬ গ্রাম) রৌপ্যের সমপরিমাণ মূল্যের যাকাতযোগ্য সম্পদ থাকে তাহলে বছরান্তে তার উপর যাকাত ওয়াজিব হয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যাকাত ওয়াজিব হয়েছে। কেননা, উপরোক্ত তিনটি অংক নগদ অর্থের শামিল। অতএব হিসাব করে মোট টাকার চল্লিশ ভাগের এক ভাগ যাকাত আদায় করতে হবে। (হেদায়া : ১/১৯৬, আদদুররুল মুখতার : ২/৩০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

বর্তমানে সাড়ে সাত তোলা স্বর্ণের দাম কত – ২০২৩

 

সাড়ে সাত তোলা স্বর্ণের দাম অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণের দাম বাংলাদেশ ২২ ক্যারেট স্বর্ণের মূল্য পড়বে ৫৯৬৬১৩ টাকা, ২১ ক্যারেট সাড়ে সাত তোলা স্বর্ণের মূল্য ৫৬৯৪৯৪ টাকা, ১৮ ক্যারেট সাড়ে সাত তোলা স্বর্ণের মূল্য ৪৮৮১৩৮ টাকা, পুরাতন গহনা অর্থাৎ ট্রাডিশনাল গোল্ড এর মূল্য প্রতি সাড়ে সাত তোলা ৪০৬৭৮২ টাকা।
বর্তমানে ৫২ তোলা রুপার দাম কত – ২০২৩
সাড়ে ৫২ তোলা রুপার দাম কত? বন্ধুরা বর্তমান বাংলাদেশের সাড়ে বাহান্ন তোলার উপায় বাজার দর আপনাদের বিস্তারিত জানানো হল। ২২ ক্যারেট সারে বাহান্ন তোলা রুপার দাম ৭৯৬০৬ টাকা, ২১ ক্যারেট সাড়ে ৫২ তোলার রুপার দাম ৭৫৩২০ টাকা, ১৮ ক্যারেট সাড়ে ৫২ তোলা রুপার দাম ৬৪২৯৭ টাকা ও পুরাতন সাড়ে ৫২ তোলা রুপার বাজার দর ৪৮৯৮৮ টাকা।

==========================================================================

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।